বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৪২
দুগ্গা যাবে বাপের বাড়ি
ভাস্করব্রত পতি
দুগ্গা যাবে বাপের বাড়ি চপ পেঁয়াজি খেতে
এই কটাদিন ডায়েট ভুলে মজবে আনন্দেতে।
খুশির চোটে দুগ্গা দেবী খাচ্ছে লুটোপুটি
এই কদিনই বছর শেষে মেলে অবাধ ছুটি।।
থানকুনি আর চিরতা খাঁড়া সবই আছে সাথে
পেট গুড়গুড় হলেই দাওয়াই আছে নিজের হাতে।
ভয় কিছু নাই তেলঝালেতে, সব ব্যাগেতেই থাকে
গনশা কেতো লক্ষ্মী সুরো নজর রাখে মা'কে।।
নেশার জিনিস দোক্তা পাতা, অল্প কলেজ বিড়ি
গুঁড়াকু আছে দাঁতের ব্যাথায় কমাবে শিগগিরই।
হলুদ বেসন দুধের সরে ফেসপ্যাকটাও বানায়
সেসব যেন থাকেই রাখা, আবদারটা জানায়।।
কিন্তু ভারী সমস্যাতে কাহিল সারা দুনিয়া
লক্ষ লক্ষ ঘুরছে অসুর, হচ্ছেনা শেষ গুনিয়া।
যুদ্ধে বেঘর বাচ্চা বুড়ো, ভুখা পেটে নেইকো রুটি
চোখ ফেটে জল দুগ্গা মায়ের, বলেন, 'আমার বাতিল ছুটি'।।
অসুর যাবে শ্বশুর বাড়ি
ভবানীপ্রসাদ মজুমদার
অসুর যাবে শ্বশুরবাড়ি পশুর পায়েস খেতে
পূজোর ক’দিন এবার রঙিন কাটবে আনন্দেতে।
তাইতাে অসুর ভুলেই কসুর খাচ্ছে লুটোপুটি
পূজোর সময় কোনদিনও পায় না এমন ছুটি।।
পূজোর ক’দিন প্যান্ডেলেতেই থাকে মায়ের সাথে
পা দিয়ে মা রাখেন চেপেই জোরসে ত্রিশূল হাতে।
গন্ শা-কেতাে , লখাই-সুরাে, সব পাহারায় থাকে
একটু এদিক-ওদিক হলেই দেয় লাগিয়ে মা'কে।।
গভীর রাতে একটা যদি ধরায় পােড়া বিড়ি
ঘুম ভাঙিয়েই দেবে মায়ের সব্বাই শিগ গিরি।
কিংবা যদি চুপিচুপি একটু খৈনি বানায়
বিচ্ছুগুলো মা'কে ডেকেই তক্ষুণি তা জানায়।।
কেমন জব্দ পাঁচজনই আজ? দেখছাে আঁধার দুনিয়া?
কারাে ডেঙ্গু, কারাে কালাজ্বর, কারাে চিকুনগুনিয়া।
পূজোর ক’দিন বেডে শুয়েই খাও ঝােল ভাত রুটি
আমি চললাম শ্বশুরবাড়ি, আমার লম্বা ছুটি।।
সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪
0 Comments