জ্বলদর্চি

ক্যুইজ-৭৩/ সাগর মাহাত

ক্যুইজ-৭৩/ সাগর মাহাত

১. বিরোজক দ্বারা সৃষ্ট অসম্পূর্ণ পচন পদার্থকে বলা হয়—
রেচন
ফ্লোরা
ভেট্টিটাস
নেকটন

২. স্থির জলাশয়ে বাস্তুতন্ত্র হল যে জাতীয়—
লেনটিক
তুন্দ্রা
নেকটন
প্রিভেশন


৩. বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ যে ধরনের—
পরিবর্তনশীল
অনাবর্তনশীল
উভয়ই
কোনোটাই নয়


৪. জীবমন্ডলের সমস্ত জীবকে একত্রে বলা হয়—
প্রিভেশন
ভেট্টিভোর
বায়োম
বায়োটা


৫. ট্রপোপজের বিস্তৃতি যত কিলোমিটার—
৩ কিমি
৬ কিমি
৫ কিমি
৪ কিমি

৬. সালফারের প্রধান উৎস—
বায়ুমন্ডল
নদী
জলাশয়
পাহাড়

৭. যিনি প্রথম মৃত্তিকাক্ষয় নিয়ে আলোচনা করেন—
মেয়ার
বায়রন
নিঈটন
মিলটন

৮. সমুদ্রের গভীরে কত মিটার পর্যন্ত জীবের অস্তিত্ব রয়েছে—
২০০ মিটার
৩০০ মিটার
৪০০ মিটার
৫০০ মিটার

৯. পরিবেশের একটি সজীব উপাদান হল—
নদী
বায়ু
পাহাড়
গাছপালা

১০. প্যানজিয়া শব্দের অর্থ—
বহুমাত্রিক
অর্ধেক
বার্ষিক
পাধান্য

১১. মাটির উৎপত্তি—
বায়ু
জৈব
শিলা
জলাশয়

১২. রক্তচোষক অঙ্গ দেখা যায়—
মশা
কুকুর
সাপ
মাছি

১৩. বর্জ্যজল শোধন স্তর হল—
৫ টি
৩ টি
৪ টি
২ টি

১৪. WTO একটি—
দেশীয় সংস্থা
অন্তদেশীয় সংস্থা
বিদেশী সংস্থা
বাণিজ্যিক


১৫. WTO প্রতিষ্ঠা হয়—
১৯৯৫ সালে
১৮৯৫ সালে
১৯৭২ সালে
২০০৫ সালে

🍂

ক্যুইজ ৭২-এর উত্তর
১. এলটন
২. ক্যালোরি
৩. জর্জন
৪. একাধিকবার
৫. ৩.৫%
৬. ১৭.৪%
৭. তৃতীয় শ্রেণির খাদক
৮. তৃণভোজী
৯. দ্বিতীয় শ্রেণির খাদক
১০. জীবভর
১১. ওভম
১২. আফ্রিকা
১৩. তুন্দ্রা
১৪. ৭৮.০৮%
১৫. প্রথম শ্রেণির

Post a Comment

0 Comments