নদী
সাগর মাহাত
আমাদের একটি নদী আছে
বাবুদের লোভে সে আজ শীর্ণ, লুপ্তপ্রায় ৷
গ্রামের প্রাচীনেরা বলে নদীতে আগে টুসু বিদায় হতো
পাখির কলকাকলিতে ভরে থাকতো সকাল
সারা দুপুর ধরে অবগাহন করতো মনুষ্য, পশুপাখির দল৷
আজ নদী তার গতি হারিয়েছে
এখন মাঝরাতে অব্যবহৃত ঘাটে বসে নদীকে যদি
জিজ্ঞাসা করি 'নদী তুমি কোথা হইতে আসিয়াছ ?'
সে নিরুত্তর থাকে ;
কেবল নিমজ্জিত অন্ধকারে বিমূর্ত জলদেবীর
করুণ চিৎকার শোনা যায় ৷
🍂
নিস্তব্ধ জ্যামিতি
মেহবুব গায়েন
আলোতে ছায়া মাপছেন তিনি
তার মাপক ছাড়িয়ে অন্ধকার সরে যাচ্ছে,
নিস্তব্ধ জ্যামিতির ভেতর ধূসর কম্পাস,
অখণ্ড কাঠ শরীরে উত্তর ম্যাকবেথ জ্বলছে,
নাটক শেষে পোড়ে মানুষ
ছাইয়ের ভেতর ডুবছে মুকুট জ্যোৎস্না...
0 Comments