জ্বলদর্চি

ক্যুইজ-৭৭/ সাগর মাহাত

ক্যুইজ-৭৭/ সাগর মাহাত

১. ভারতের মোট প্রধান বন্দর—
৯ টি
১০ টি
১২ টি
১৪ টি

২. বর্তমান ভারতে রাজ্যের সংখ্যা—
৪০
৩১
২৮
২৯


৩. ভারতের প্রাচীনতম তৈলখনি—
ডিব্রুগড়
ঝরিয়া
রাণীগঞ্জ
সুরাট


৪. কোক কয়লার সবচেয়ে বড় খনি রয়েছে—
ঝরিয়া
দুর্গাপুর
আসানসোল
রাণীগঞ্জ

৫. River of Silver বলা হয়—
রিও-ডি-লা-প্লাটা
যমুনা
সিন্ধু
গঙ্গা

৬. পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা—
K2
এভারেস্ট
আন্ডিজ
হিমালয়

৭. বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান—
৩%
০.৩০%
০.৩৩%
০.০৩%

৮. তরাই শব্দের অর্থ—
স্যাঁতস্যাতে
উপত্যকা
নদী
পর্বত

৯. মাতলা নদী যে জেলাতে অবস্থিত—
দক্ষিন ২৪ পরগণা
নদিয়া
হুগলি
কলকাতা

১০. উদ্যান নগরী বলা হয় যে শহরকে—
ব্যাঙ্গালুরু
চেন্নাই
কলকাতা
ভূপাল
🍂

ক্যুইজ ৭৬-এর উত্তর
১. আন্দামান নিকোবর
২. আগ্রা
৩. রাজস্থান
৪. সবরমতী
৫. রাঁচি
৬. রোম
৭. মুম্বাই
৮. উত্তরাখণ্ড
৯. কামিনী রায়
১০. ঝাড়খণ্ড

Post a Comment

0 Comments