জ্বলদর্চি

সুকমল ঘোষ ও তাপস মাইতি-র কবিতা

সুকমল ঘোষ ও তাপস মাইতি-র কবিতা 

 
অহর্নিশ 
সুকমল ঘোষ

দিনমান বিতত অস্থির সংলাপের মুখ
খোলা পাতলুনে নিয়ত দগ্ধ শ্রমিকের সুখ ।

উজানে জীবনের গান বেঁধেছে কে
মায়ের বুক হাতড়ে বেড়ায় মেয়ে।

স্বপ্নবিভ্রমে জাল বোনে
প্রতিরক্ষার মন্ত্রৌষধ।
সকালের কাপে তুফান তোলে 
চায়ের ধোঁয়া, লেড়ো বিস্কুট ।

সারি সারি হাত
গায় তালিগান
গোধুলি চোখ 
প্রহর গোনে অহর্নিশ ।।


ময়নাগড়ে একদিন 
তাপস মাইতি 

ময়নাগড়ে এসে তুমি রঞ্জাবতী  হলে
কর্ণসেন আমি এই স্বপ্ন প্রাসাদে 
লাউসেন পুত্র তোমার ধর্ম  ধ্যানজ্ঞান ।
ঘোলা জল পরিখায় নৌকা বিহারে
শীতদিনে মাথায় তাপ সূর্য  কিরণ ।

চলে গেছে ছাদ সড়ক  গড়খাই ছুঁয়ে 
চলমান এই ছবি দু'হাজার বাইশে
বাড়ি ঘর হাট বসে রবিবারের বাজার 
আমরা ক্যামেরা বদ্ধ হই সেলুলয়েডে,
প্রেম যেন খেলে যায় ভগ্ন প্রাকারের খাঁজে
তুমি আমি আজও আছি কুয়াশা সকালে
লোহার গন্ডার খণ্ডিত গড়্গ লাউসেনের । 
🍂

Post a Comment

0 Comments