জ্বলদর্চি

গুরুপদ মুখোপাধ্যায় ও শ্রীতনু চৌধুরী-র কবিতা

গুরুপদ মুখোপাধ্যায় ও শ্রীতনু চৌধুরী-র কবিতা 

অর্ধনারীশ্বর 
গুরুপদ মুখোপাধ্যায় 

সব হয়ে গেছে, হয়ে গেছে সব, চারিদিকে মায়াময় স্নিগ্ধ করুণ চোখ, ফাঁকা মাঠ, দিগন্তজোড়া অনুজ শূন্যতা

গাছ বাঁচতে চেয়েছিল, লুঠ হয়ে গেছে শরীর, কেটে নিয়েছে ডালপালা, কার্নিশে এখন, দানা দিলে নেমে আসে, এঁটো -কাঁটা খুঁটেখুঁটে  খায়, দিন গুজরানের ক্যালেন্ডার

বকম বকম বন্ধ করেছে এখন, চোখের কাজল, রাজার আদেশ, না শুনলে পায়রার মাংসের ঝোল, সারবে বারোশ' বছরের রোগ, এটাই নিদান 

ধুয়ে যাচ্ছে মাটি! সারসের তীক্ষ্ণ চোখের নীল ছুঁয়ে বেরিয়ে আসছে মণি, ভেঙে যাচ্ছে তীরভূমি, দাঁড়িয়ে দেখছে পরজীবি মিনার

গাছ বুকে ধরে রেখেছে সব, লেপ কাঁথা তোষক বালিশ, যৌন শীৎকার, ফিসফাস, জেগে অর্ধনারীশ্বর

রাহুগ্রস্ত চাঁদ, জোৎস্নায় ধুয়ে যাচ্ছে তাজ, বন্দী রাহুকেতু আজ,অন্ধকার পাহারায় নারী, ঈশ্বর

🍂

রাতের একতারা 
শ্রীতনু চৌধুরী

ডাহুক ডানার রাত কুজ্ঝটি
নিশুত তারার দেশে
শ্রমণ খেচর
সেতুহীন, জানি না তো কোন পারে
নিজের ভেতর খুঁজি - চক্রবাক
নীলাব্জ অধীর তোমার পাদপদ্মহীন ।
গম্ভীরা গভীরে তবু নাম নহবত
ঘুমভোলা স্থিরচোখ
কোথা রাই ?
হৃদি বাজে সংশপ্তক।
গর্ভগৃহ ঋতুহীন
জানি তুমি সমূহ জননী
প্রতীক্ষিত পরা
রাধা বোলে বেঁচে আছে
রাতের একতারা ।

সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপ -৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments