মানবেন্দ্র পাত্র
১.
এই যে আমার লেখা কবিতা
নদীঘাট
নদীচর
জলের অসুখ জানা
উতলা যৌবন জানা মাঝি
কেউ কারও নয়।
নিশ্চুপ তুমি
নিশ্চুপ আমি
এবং আলোঘর ;— যা কিছু দেখি
সে আমার প্রিয় মুখ
আমাদের প্রিয় ঝাউবন।
২.
এইখানে আমি যেন ফেলে এসেছি মৃদুস্বর
ঝড় ও চিৎকার
তরল প্রলাপ —
কবেকার অসমাপ্ত ঘুম
থকে জেগে উঠলে
আমরা সবাই, অসূয়া চোখের দিকে চেয়ে
চলে যাই।
সব খেয়া চলে গেল বলে
হাপিত্যেশ নেই।
তুমি এক অচিন দেশে যাবে
আমিও
— আমরা সবাই।
৩.
আমার তোমার মাঝে কার এই দীর্ঘ দীর্ঘতর বাতাসের লিপি লিখে রেখে যাব?
অদৃশ্য হাত ধরে আছ
কার হাত?
কিছু সংলাপ ছাড়া
এতদিন যারা শুধু দুঃখ ভালোবেসে
কিছু না কিছু তুমুল সুখে আমাদের ভাসিয়ে দিয়েছে
তাদের অংশ টুকু নিও।
আগলে আছি, আগলে ধরে আছি
হে কাল!.
মাঝির হৃদয় তুমি ভেঙে দিও না।
৪.
সহজিয়া ভীষন সহজ
আরও প্রিয় অসহ্য বেদনা।
🍂
0 Comments