আমার ঘরে আমি রাণী
ভাস্করব্রত পতি
আমার ঘরে আমি রাণী
তোদের তাতে কী?
একে ছাড়ি ওকে ধরি
তোদের তাতে কী?
মাটির ভাঁড় ও হাওয়াই চটি
তোদের তাতে কী?
মুখের লাগাম দিয়েছি 'ছুটি'
তোদের তাতে কী?
আংলা বাংলা ঘুরে বেড়াই
তোদের তাতে কী?
আসল লক্ষ্য জনসেবাই
তোদের তাতে কী?
কত লোকে কত্ত বলে
তোদের তাতে কী?
'কুত্তা' ভোঁকে 'হাতি' চলে
তোদের তাতে কী?
ঢ্যাং কুড়াকুড় বাদ্যি বাজা
জয় মহারাণী কী!!
🍂
আমার ঘরে আমি রাজা
অন্নদাশঙ্কর রায়
আমার ঘরে আমি রাজা
তোদের তাতে কী?
চৌকি আমার সিংহাসন
তোদের তাতে কী?
খাচ্ছি কেমন তিলে খাজা
তোদের তাতে কী?
ফুলুরি আর বাদাম ভাজা
তোদের তাতে কী?
হাবলু গাবলু সভাজন
তোদের তাতে কী?
পুষি বাঘা প্রজাগণ
তোদের তাতে কী?
দিগ্ বিজয়ে যাবেন রাজা
তোদের তাতে কী?
দুশমনদের দেবেন সাজা
তোদের তাতে কী?
বাজা, বাজা, বাদ্যি বাজা
জয় মহারাজকী।
2 Comments
প্যারডি কবিতার ঐতিহ্য আপনি ধরে রাখছেন, প্রশংসনীয় উদ্যোগ।
ReplyDeleteধন্যবাদ🙏💕
ReplyDelete