ধৃতি বিশ্বাস
---------------
সম্প্রতি সুতনু সরকারের ছোটদের ছড়ার বই "খাই খাই খাঁদুরাম "হাতে পেলাম। প্রথমে আলগোছে বইটার পাতা উল্টাতে শুরু করি তেমন কিছু না ভেবেই। কিন্তু দু-একটা ছড়া পড়তেই অবাক হলাম ।যথেষ্ট ভালো মানের শিশুদের উপযোগী ছড়া। প্রত্যেকটা ছড়া লিখতে ভদ্রলোক যথেষ্ট চিন্তা ভাবনা এবং মৌলিকত্ব রেখেছেন সে বিষয়ে তেমন কোন সন্দেহ নেই। বর্তমানের অন্যতম কবি ঋত্বিক ত্রিপাঠির প্রকাশনা থেকে গ্রন্থটি প্রকাশিত। বইটিতে শিশুদের উপযোগী চল্লিশটি ছড়া আছে। ছড়াগুলি রচনা করতে ছড়াকার ছন্দ, অলংকার ও শব্দ চয়নের যথাযথ মেলবন্ধন ঘটিয়েছেন। বইটির প্রথম কবিতার নাম "হক্কা বুড়ো "এবং শেষ কবিতার নাম "আড়ি নয় ভাব "দুই টি কবিতাই অনবদ্য। বেশ কিছু কবিতার লাইন মনে ধরে -
১) হক্কা বুড়ো মক্কা গেল /পকেট ভর্তি ছক্কা নিয়ে।
২) নারী টেপা ডাক্তার কবিতার এই লাইনটিও যথেষ্ট মজার-----
আমাদের ছোট গ্রামে /আছে এক ডাক্তার/ অল্পতে ভীষণ রাগ/ ইয়া বড় নাক তার।
৩) দুর্গাপূজো ছড়া তে আছে প্রকৃতির অনবদ্য রূপ--
শরৎ আকাশে তুলোর মেঘে/
আবছা আলোয় রোদ্দুর ঢেকে
৪) খাই খাই খাঁদুরাম কবিতায় আমরা পাই খাঁদু রাম মান্নার ভোজনপ্রিয়তা---
খাই খাই করে শুধু খাঁদুরাম মান্না/ মাংস, ভাত প্রতিদিন বেশি কিছু চান না।
৫) বাঁচার লড়াই, বুনো হাতি ,জামাই এলো, হাড় গিলে গো, অবাক চুরি ,নোবেল চুরি , আড়ি নয় ভাব, দিদুন ,বসন্ত ইত্যাদি ছড়াগুলিও লেখকের হাতের গুণে শিশু মননে জায়গা করে নেবে নিঃসন্দেহে। শিশুরা এই ছড়াগুলি সহজেই মুখস্ত করতে পারবে বলে আমার মনে হয়।তারা এগুলো মুখস্ত করে বিদ্যালয় বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আবৃত্তি করে হাততালি কুড়িয়ে নেবে এটুকু বিনা সংশয়ে বলতে পারি।
🌲 বইটির ভালো দিক:
----------------------------------
১) বানান ভুল নেই বললেই চলে।
২) প্রতিটি ছড়ার সঙ্গে একটি করে বিষয়ভিত্তিক ছবি বইটিকে অনন্যতা প্রদান করেছে।
৩) দামও মাত্র ১০০ টাকা। ক্রেতার সাধ্যের মধ্যে।
৪) পাতার মান ও বইয়ের বাঁধাই যথেষ্ট ভালো।
৫) বইয়ের প্রচ্ছদটি চোখে পড়ার মতো ঝকঝকে সুন্দর। বাচ্চাদের সহজেই আকৃষ্ট করবে।
🌲বইটি খারাপ দিক:
-------------------------------
বইটি এক কথায় সর্বাঙ্গ সুন্দর বলা চলে। তেমন কোন খারাপ দিক চোখে পড়েনি। তবে ব্যক্তিগতভাবে "অদ্ভুত ভূত 'কবিতাটি আমার অতটা ভালো লাগেনি। বাকি প্রত্যেকটি ছড়াই নিজ নিজ গুনে অনবদ্য।
আমার মতে বইয়ের অল ওভার রেটিং (৯/১০)
--------
বই- খাই খাই খাঁদুরাম
লেখক- সুতনু সরকার।
প্রকাশনা- জলদর্চি
প্রচ্ছদ ও অলংকরণ- পার্থ বাগচী
মুদ্রিত মূল্য-১০০/-
পাতা- ৪৮
0 Comments