এলোমেলো
মলয় জানা
১.
বলতে হবে
এমন কোন কথা নেই।
তবুও যদি ইচ্ছে করে,
পূব বাতাসে ভাসিয়ে দিও,
মনটা খানিক হালকা হবে।
শুনতে হবেই,
এমন কোন কথাই নেই।
তবুও যদি শোনাতে চায়,
খানিক শোনার নাটক কোরো,
মনটা টুকুন শান্তি পাবে।।
দেখতে হবেই,
এমন ও কোথাও কথা নেই।
তবুও যদি ইচ্ছে করে,
অঝোর চোখে তাকিয়ে থেকো,
মনটা খানিক পুলক পাবে।
গভীর প্রেমে, যে হাত ধরে
থাকার কথা বলেছিলে,
সেই হাতটা খুঁজে মরে,
অন্ধকারে।
খোঁজ রাখ তার????
অন্ধকারে অন্ধকারে,
আরো গভীর অন্ধকারে,
একা একা খুঁজে খুঁজে,
হারিয়ে গেছে কোন পাথারে,
হাত শুধু নয়, মানুষ খানাই,
খোঁজ রাখ তার????
তার থেকে কি এই ভালো নয়?
মুখোশ খানা শক্ত এঁটে,
অভিনয় টা রপ্ত করে,
" ভালো " থেকে ভালো রেখে,
এই ভালো নয়?????
2.
বলেছিলাম,
উপুড় করতে চাই
কথার ঝাঁপি,
তোমার আঁচলে।
তুমি বললে,
নতুন শাড়ি,
তাছাড়া চাবি বাঁধা থাকে
সংসারের।
বলেছিলাম,
হাতটা একটু ধরো,
ঘুরে আসি অতীতে।
তুমি বললে,
সকাল দশটায় অফিস বেরোবে,
টিফিন টাও দিতে হয় রোজ।
বলেছিলাম,
এই রাত ডানা ভাসাবার,
জ্যোতস্না মেখে
কুয়াশায় ভিজে আসি চলো।
তুমি বললে,
ঠান্ডা লাগার ধাত,
একটি হাঁচলেই সারারাত জেগে থাকে।
বলেছিলাম,
বারান্দায় এসো,
চোখে মাখি বয়সের মধু।
তুমি বললে,
ভয় লাগে,
রেলিং টা ছোট,
যদি পড়ে যাই!!
অবাক হয়ে ভাবি,
তুমি তো একই আছ!!
আমার কথা ভেবেই
শাড়ি ঝোলে নি বারান্দা থেকে,
আমার কথা ভেবেই,
ভিজতে না শ্রাবণের ধারায়,
অঘ্রাণের রাতে।
মনে মনে বুঝি,
দেয়া নেওয়া একই থাকে, পাত্রটা পালটায়,
ভাবি অবিকল, পুরোটাই অভিনয়।।
৩.
সম্পর্কের নাম কী হবে?
পরকীয়া?
না, ফিরে পাওয়া?
হারিয়ে যাওয়ার তিরিশ বছর পর
প্রেমিকা যদি ফিরে আসে
ঘর না বেঁধেও ভালোবাসে
আকুল হয়ে ভালোবাসে
ব্যাকুল হয়ে ভালোবাসে??
কোন নামটা দিতে পারি??? পরকীয়া????
না, ফিরে পাওয়া?????
0 Comments