জ্বলদর্চি

বাজে রে বাজে /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব - ৫১
বাজে রে বাজে

ভাস্করব্রত পতি

দিদি গো! মনটি দিয়ে শুনুন কথা
এই দুনিয়ায় সবই বাজে, 
লম্বা বাজে, বেঁটেও বাজে, 
হিন্দি গানের সুরও বাজে, 
পেত্নী বাজে, ভূতও বাজে, 
অধিক সরল হওয়াও বাজে, 
বাবরি বাজে হিপিও বাজে, 
ঘ্যানর ঘ্যানর কান্না বাজে, 
মাছ মাংস মশলা বাজে, 
রাস্তাঘাটের খাওয়ার বাজে, 
অচেনা লোকের কথাও বাজে, 
নতুন বউয়ের বায়না বাজে, 
মাতাল বরের কাণ্ড বাজে, 
বাচ্চা ছেলের পাকামি বাজে, 
বিয়ে পাগলা বুড়োও বাজে, 
মরাও বাজে বাঁচাও বাজে, 
বাউণ্ডুলে হওয়াও বাজে, 
বিড়িও বাজে তামাকও বাজে, 
ধর্মঘটের ডাকও বাজে, 
রাগ অভিমান হিংসা বাজে, 
বোম পটকা তুবড়ি বাজে, 
বিনা টিকিটে যাওয়াও বাজে, 
কিন্তু সবার চাইতে বাজে --
বর্ষাকালের ছেঁড়া ছাতা! 
ভালো রে ভালো

সুকুমার রায়

দাদা গো! দেখছি ভেবে অনেক দূর
এই দুনিয়ার সকল ভাল, 
আসল ভাল নকল ভাল, 
সস্তা ভাল দামীও ভাল, 
তুমিও ভাল আমিও ভাল, 
হেথায় গানের ছন্দ ভাল, 
হেথায় ফুলের গন্ধ ভাল, 
মেঘ মাখানো বাতাস ভাল, 
গ্রীষ্ম ভাল বর্ষা ভাল, 
ময়লা ভাল ফর্সা ভাল, 
পোলাও ভাল কোর্মা ভাল, 
মাছ পটোলের দলমা ভাল, 
কাঁচাও ভাল পাকাও ভাল, 
সোজাও ভাল বাঁকাও ভাল, 
কাসিও ভাল ঢাকও ভাল, 
টিকিও ভাল টাকও ভাল, 
ঠেলা গাড়ি ঠেলতে ভাল, 
খাস্তা লুচি বেলতে ভাল, 
গিটকিরি গান শুনতে ভাল, 
শিমুল তুলো ধুনতে ভাল, 
ঠান্ডা জলে নাইতে ভাল, 
কিন্তু সবার চাইতে ভাল —
পাঁউরুটি আর ঝোলা গুড়!

Post a Comment

1 Comments

  1. প্যারডি কবিতা ভালো লাগল। কবিকে ধন্যবাদ।

    ReplyDelete