জ্বলদর্চি

প্রেমকাব্য -২/মঙ্গলপ্রসাদ মাইতি


২য় পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি 


 আমি যদি অভিমান করে তোমার সাথে কথা আর না কই-তা বলে তুমিও কী থাকতে পারবে কথা না বলে? তুমি যদি থাকতে না পারো তবে আমিই বা কেমন করে সারাজীবন তোমার সাথে কথা না বলে থাকতে পারবো? মান–অভিমান হতেই পারে-তাই বলে আবহমান কাল ধরে তো চলতে পারে না। তাছাড়া তুমি বেশ ভালো-ভাবেই জানো আমি কোথায় মরে আছি। যাকে ভালোবাসি, হৃদয়ের গভীরে যার স্থান সে কষ্ট পাবে, বেদনার জ্বালা বহন করে বেড়াবে সেটা কী করে হতে পারে? আমি তো অতবড়ো পাষণ্ড নই, অতবড়ো দুর্বিনীত নই। যাকে ভালোবাসি সে আদরের ধন হতে পারে, তাকে তো কোনোকালেই দূরছাই করতে পারিনা।  
   এই যে আজ আমার বাঁধভাঙা উচ্ছ্বাস, দূর নীলিমায় ডানা মেলা  পাখির মতো চঞ্চলতা, উদ্দামতা সে তোমার ভালোবাসা ছুঁয়েছি বলেই। তোমার ভালোবাসা আমার বুকের গভীরে এনেছে আনন্দের প্লাবন, সম্পৃক্ত করেছে খুশির ঝরণাধারায়, স্বপ্নিল মায়ায় করেছে ঋদ্ধ-মদির। তোমার ভালোবাসা ঘিরে আমার স্বপ্নের আবর্তন। 
                                                                                                                                                                                                                                                                                                                                               
   চাইলেই তোমাকে পাব – এমন আশা আমি করি না-তবু কেন যে তোমাকেই চেয়ে বসি বারবার জানি না, বুঝিও না। অবোধ মন কিছুতেই শাসন মানে না, বশে থাকে না; তোমার একটুখানি পরশ পাবার জন্যছটপট করি, নিশব্দে ঝরে যায় হৃদয়ের আকুতি। আমি বোধহয় পাগল হয়ে গেছি – নইলে এমনটা হবে কেন –কেনই বা তোমার জন্য বাড়বে বুকের অস্থিরতা?আমার অন্তর বলে – তোমাকে ভালোবাসাটা যেন জরুরি, আমি তোমাকে ভালো না বাসলে তুমিও বোধহয় ভালো থাকবে না, তোমার বুকেও কান্না ঝরবে। তোমার হৃদয়ের এই কান্না আমি শুনতে পাই, আর তাই পাগলের মতো তোমায় ভালোবেসে চলি,তোমাকে সবসময় পাব না জেনেও ভালোবেসে চলি। এ এক অদ্ভুত টান তোমার প্রতি, সে টান কখনোই অবহেলার নয়। 
   তোমার শরীর ভেঙে যাচ্ছে, আগের থেকে অনেকখানি রোগা হয়ে গেছ তুমি, তোমার অপরূপ শ্রী সৌন্দর্য অনেকটাই বিনষ্ট আজ। বুঝতে পারছি কোনো এক দুশ্চিন্তা নির্দয়ভাবে কেড়ে নিচ্ছে তোমার প্রানের রস, মনের সজীবতা;তোমার চঞ্চলতায়-উচ্ছলতা তীব্রভাবে কামড় বসিয়েছে নিষ্ঠুর সময়দানব। তুমি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছ, খুব কষ্ট পাচ্ছ তুমি। তোমার এই কষ্টের ক্ষণেও এইটুকু জেনে রেখো- আমি কিন্তু তোমার থেকে সরে আসিনি, আগের মতোই হৃদয়ের ধন করে রেখেছি দুরন্ত ভালোবাসায়।
   বহুকাল আগের দেখা, চেনা সেই তোমাকে ফিরে পেতে চায় আমার এই মন, যে প্রেমের ডোরে বেঁধে রেখেছিলে তখন এখনো সেই প্রেমের বন্ধনেই বাঁধা পড়ে থাকতে হৃদয় আমার ব্যাকুল হয়। ধন নয়, মান নয়, সম্পদ-সম্পত্তি নয়, ওসবে আমার কোনরূপ লোভও নেই, আমি শুধু তোমাকেই চাই, তোমার অকৃত্রিম প্রেমের পরশটুকু পেতে চাই। আমার ধন-সম্পদ সর্বস্ব কেউ লুঠ করে নিয়ে যাক-আমার তাতে কিছু যায় আসে না, তারজন্য বসে বসে কাঁদবও না আমি, তাই বলে তোমার প্রেমের দিকে কেউ হাত বাড়াবে তা আমি কোনোমতেই মেনে নেব না, আগেও মানিনি-এখনো না। প্রয়োজনে আমার জীবন দিয়েও চির অমর করে রেখে যাব আমার প্রেমকে। জীবন সায়াহ্নে পৌঁছে এখনো এটাই মনে করি-আমার আনন্দ তুমি, আমার স্বপ্ন, সুখ, সাধ, আহ্লাদ, হাসি, আলো – সব তুমি, তুমিই। আমার বিষাদগ্রস্থ অশুভ মুহূর্তটিকে এখনো আলোকোজ্জ্বল, আনন্দময় করে তুলতে পারো একমাত্র তুমিই। 
   দারুণভাবেই তোমার ভালোবাসার পরশসুধা পাই, তবু কেন জানিনা মন ভরে না, এই পেলাম-পরক্ষণেই আবার পেতে ইচ্ছে করে। তোমার ভালোবাসা যেন অসীম সাগরময় – তল নেই, সীমা নেই বিরামহীন-অন্তহীন, তাই বুঝি আমার হৃদয়েও তীব্র কাঙালপনা তোমাকে আরো বেশি করে কাছে পাবার প্রবল আকাঙ্ক্ষাবোধ। তুমি যখন আমার সামনে থাকো মনে হয় একটা পুরো গোধূলি আকাশ রাঙা মেঘ নিয়ে যেন দাঁড়িয়ে আছে, একে নয়নভরে দূর থেকে কেবলই দেখা যায়, ছোঁয়া যায় না-ছুঁলেও সে ক্ষণিকের-তাইতো আমার অন্তরের আশ আর মেটে না, তোমাকে যত দেখি আমার পিপাসা ততই বেড়ে চলে-বুকের মধ্যে শুধুই আকুলতা বাড়ে। আকণ্ঠ পান করেছি তোমার ভালোবাসা – তবুও মেটেনি। (ক্রমশ) 


2nd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya 
   If I do not boast or talk to you, what can you say?  If you can't stay, how can I or should I not talk to you all my life?  There can be value and pride - so the weather can't last forever.  And you know very well where I'm dead.  How can a person who loves, deep in the heart of the place where he will suffer, carry the pain of burning pain?  I'm not so insane, I'm not so bad.  He who loves can be a treasure of wealth, I can never remove him.
    This is because today, I am ashamed of my broken lips, agility and wings like the wings of a distant sapphire, because he touched your love.  Your love has brought me deep into my chest, floods of happiness, saturated with happiness, Swapnil Maya has made riddhi-madir.  My dream revolves around your love.
    I do not expect to get you if you want to - but why do not you know more than you, do not understand.  A void mind does not mean discipline or control;  I try to get a little bit of your urine, the heart drops in silence.  I have probably been crazy - otherwise why would it be - how or why will you have chest discomfort? My heart says - love is important to you, you will not feel good if I do not love you, your chest will cry.  I hear this cry of your heart, and so you love me like crazy, you always love without knowing you.  Such a strange tension towards you, that tension is never negligent.
   Your body is breaking down, you have been a lot worse than before, your beauty is very much lost today.  I understand that one of the anxieties is brutally taking away the juice of your soul, the liveliness of your mind;  You are burning inside, you are suffering a lot.  Know this, even in the moment of your distress - I have not turned away from you, I have treasured my heart as much as ever.
   Long ago, knowing that you want to get back to my mind, the bonds of love that were tied to the door of my heart still kept me tied to that love.  No wealth, no wealth, no wealth, no greed at that, I just want you, I want to have your genuine love.  Let someone rob me of my wealth - I do not have anything to do with it, so I do not sit and weep.  I will keep my love immortal even with my life in need.  When life reaches the sea, I still think about it - my joy is yours, my dreams, happiness, pursuit, joy, laughter, light - all of you, you.  You are the only one who can make my gloomy ominous moment shine bright and joyful.
   I love you very much, but I do not know why, I do not want to get this, I want to get this soon.  Your love is infinite ocean - no bottom, no ceaseless - endless, so I understand that the intense scarcity in my heart yearns to get closer to you.  When you stand in front of me, it feels as if a whole twilight sky is standing with a cloud of clouds, it can only be seen from a distance, not touched — it is momentary — so my heart's hope does not fade, and my thirst increases as I see you.  -It just increases the acuity in the book.  Drunk your love - still not meet.

Post a Comment

0 Comments