জ্বলদর্চি

প্রেমকাব্য -৩/মঙ্গলপ্রসাদ মাইতি

তৃতীয় পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

   বন্ধু, বড়োই পিপাসা। এখনো এতই তৃষ্ণার্ত আমি – মনে হয় আরো অনেক জল পান করি আমি-তোমার বুকের গভীরে বয়ে চলা নদীটাতে দিন’ভর-রাত’ভর ডুবে থেকে নিজেকে সিক্ত করে নিই, পরিপূর্ণভাবে তার রস আস্বাদন করি। তোমায় ভালোবাসায় এমন কিছু পার্থিব-অপার্থিব সম্পদ আছে যা কখনোই ফুরোবার নয়-এ যেন অনি:শেষিত আলো, অফুরান ফুলের গন্ধ, অবিরত সাগরতরঙ্গ, অলির বুকের জমাট প্রেম, আকাশের অসীম ঔদার্য, অন্তহীন সবুজের মেলা-আছে-তবে শেষ হবার নয়। 
   তোমাকে আলো ভেবে কাছে যাই, দূর আলেয়ার ছায়া ভেবে নই, কিংবা অন্ধকার ভেবেও নই। আমি জানি তোমার কাছে গেলে উদভাসিত হব, উষ্ণ উত্তাপ পাব- যে উত্তাপে জড়িয়ে আছে মধুর ভালোবাসা, অমলিন প্রেম। তোমার আলোর মধ্যে অপূর্ব এক স্নিগ্ধতা আছে, অনবদ্য আরাম আছে, দেহ-মনে তার ছোঁয়া লাগলে অপরূপ মাদকতার সৃষ্টি হয়, ভালোলাগার স্রোতে হারিয়ে যাই, দু’চোখে জাগে স্বপ্নের লালিমা’ আমার ভুবনজুড়ে শুধুই ভালোবাসার ঢেউ খেলা করে যায়। তোমার আলোর স্পর্শে আমি সুন্দরের ছায়া অনুভব করি।
   এলে আর গেলে – এর মাঝের সময়টুকুতে আলোকিত সুধায় ভরে দিয়ে গেলে আমার জীবনের পাত্রখানি। তুমি ছিলে - নানান আলোর বর্ণ-মালায় রেঙে উঠেছিল আমার চারপাশ, সকালের রোদের মতো ঝলমল করছিল হৃদয়ের কিনার। তোমার কোমল দু’টি ঠোঁটের থেকে ঝরে পড়ছিল দীপ্ত আলোর হাসি, চোখের দু’টি তারায় ছিল কী গভীর উজ্জ্বলতা! যেন জীবন্ত স্বপ্নমালা আশ্চর্যজনকভাবে খেলা করছিল নিজস্ব নির্মাণে।তুমি স্থির শান্ত ধীরভাবে বসেছিলে কিন্তু রাশি রাশি আলো ঢেলে দিচ্ছিলে, তা কেউ না বুঝুক আমি ঠিক তা দেখেছিলাম। আমি তাই চাইছিলাম আরো কিছুটা সময় থেকে আমাকে তুমি সেই মিষ্টি আলোর ঝরণাধারায় রাঙিয়ে যাও,আমাকে উদভাসিত করে যাও-কিন্তু তুমি রইলে না-তোমার ব্যস্ততা নিয়ে ফিরে গেলে; তবু যে আলোটুকু রেখে গেলে সেটাই আমার হৃদয়মন্দিরে চির ঔজ্জ্বল্যের ছাপ রেখে গেলে।
   তোমার আলোমুখ ঠোঁট ছুঁলে অনির্বচনীয় স্নিগ্ধতা অনুভব করি-মনে হয় আকাশের চাঁদটা বুঝি আমাকে তার সবটুকু ভালোবাসা ঢেলে নি:স্বার্থ চুম্বন করছে।  তোমার আলোমুখ ঠোঁট ছুঁলে আমার তৃষিত হৃদয়ে অনাবিল তৃপ্তির বান ডাকে-মনে হয় আমার স্বপ্নের প্রিয় নদীটা সম্পূর্ণভাবে ভিজিয়ে দিচ্ছে আমাকে, আমি আনন্দসুধা পান করে অবগাহন করছি। তোমার আলোমুখ ঠোঁট ছুঁলে আমার প্রেমিক অন্তর খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে-মনে হয় আমার ভালোবাসার ছোট্ট ঘরে পাপড়ি মেলেছে প্রেমের সুগন্ধি গোলাপ। 
   তোমার স্পর্শে আগুন আছে-তবে সে আগুন পোড়ায় না, দীপ জ্বলতে সাহায্য করে; যে দীপ আলো দেয় – উদভাসিত করে আমার হৃদয়, আমার সারা ভুবন। এই আলো আমাকে পথ চলার নিশানা দেয়, দূরীভূত করে অন্তরের রাশিকৃত অন্ধকার, আমাকে নির্ভীক করে, আমাকে অগাধ সাহসে সাহসী করে। তোমার এই আগুনে পোড়ার ভয় নেই বলে আমি স্বচ্ছন্দে তোমার কাছে যেতে পারি, নির্ভাবনায় তোমার হাতে হাত রাখতে পারি, নি:শঙ্ক-চিত্তে জীবন’ভর তোমায় ভালোবেসে যেতে পারি। 
   সবুজ শাড়ির আঁচল দিয়ে বুকের উপত্যকা তুমি ঢেকে রাখতে পারো-কিন্তু ওখানে যে লুকিয়ে আছে মিষ্টি ভালোবাসা, সুমধুর প্রেম তাকে কোন আঁচলে ঢেকে রাখবে? কিংবা ওখানকার যে রহস্যঘন সৌন্দর্য, যে অপরূপ লাবণ্য ভোরের সূর্যের মতোদীপ্তি ছড়ায় তাকেই বা কোন পর্দা দিয়ে ঢেকে রাখবে শুনি? একটা ফোটা ফুলকে চোখের আড়ালে রাখতে পারো, কিন্তু তার সৌরভকে কী আড়াল করা যায়? যায় না। কোনো না কোনো পথে তার সুগন্ধ সে ছড়াবেই; হৃদয় মনকেও মাতাল করে যাবেই – বোঝাই যাবে না। তাই যত যত্ন করেই শাড়ির আঁচলে ঢেকে রাখো তোমার বুক-তার অনবদ্য দীপ্তিসুধা কখনোই ঢেকে রাখতে পারবে না। সে শাসনহীন, বাধা বন্ধনহীন-আমার কাছে সে আলোর মতো লুটিয়ে পড়বেই পড়বে।

3rd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya 

Guys, big thirst.  Yet I am so thirsty - I think I drink a lot more water - I have dried myself deep in your chest, drowning every night and night, fully enjoying its juice.  There are some earthly-worldly possessions that love you, such as never-ending sunshine, the endless light, the smell of the floral flowers, the constant waves, the love of the chestnut, the infinite warmth of the sky, the endless green foliage - but never ending.
    I think of you as a light, not a shadow of a distant cloud, nor of darkness.  I know that when I come to you, I will be warm, to have a warm heat - the warmth of the love, the sweet love.  There is a wonderful softness in your light, unmatchable ease, when it touches the body and mind, it creates extraordinary intoxication, lost in the flow of love, Lalima of the dream in my eyes, only the waves of love play in my heart.  I feel the shadow of beauty at the touch of your light.
    In the meantime, when I am filled with enlightenment in the midst of my life - the vessel of my life.  You were - the color of light was rising all around me, shining like the sun in the morning.  The light of your light was falling from your lips, the light of your eyes, how bright the two stars were!  It was as if the living dreamland was playing amazingly in its own construction. You were sitting quietly quiet in the quiet but the star was pouring light so I could see that nobody was right.  I've been wanting you to paint me in that sweet stream of light for a while, to enlighten me — but you don't stop — back to your busyness;  But if you leave that Alotaku, it will leave an impression of eternity in my heart.
I feel the unmistakable softness of touching your lips - I think the moon in the sky is kissing me selflessly with all its love pouring in me.  With the touch of your lips, my thirsty heart invokes an unrelenting satisfaction — it seems to me that my favorite river of dreams is completely soaking me, I am drinking with pleasure.  With your lips touching your lips, my boyfriend's heart lit up with joy — it seemed that the petals of love in my little room were filled with aromatic roses.
   You have fire at your touch — but it does not burn, helping to light the lamp;  The light that illumines - illumines my heart, my whole heart.  This light gives me the path to walk, removes the zodiacal darkness of the heart, fears me, makes me courageous in the dark.  Because you have no fear of burning in this fire, I can go to you with ease, hold your hand in your determination, and love you with a life of self-doubt.
   You can cover the valley of the chest with the green saree - but what hides the sweet love, the sweet love that is hiding there?  Or will you hear the mysterious beauty of the land, the magnificent sun that shines as the sun shines in the morning or through a screen?  You can keep a blossoming flower in the eye, but what can be done to hide its smell?  Don't go  In some way he will spread his scent;  The heart can be drunk to the mind - cannot be understood.  So, be careful not to cover your chest with your chest - its invisible radiance can never be covered.  He is unmanageable, without restriction - to me he will fall like a light.

Post a Comment

0 Comments