জ্বলদর্চি

প্রেমকাব্য-৪/মঙ্গলপ্রসাদমাইতি

চতুর্থ পর্ব
প্রেমকাব্য

মঙ্গলপ্রসাদমাইতি

আলোর রাতে তুমিও আরো এক আলোর প্রদীপ হয়ে হাজির ছিলে, আলোময় রাতের উজ্জ্বলতা স্বাভাবিকভাবেই আর এক নতুন মাত্রা পেয়েছিল। তোমার উজ্জ্বল আলোর আভাতে কেটে গেল মনের আঁধার, দুখের আঁধার-আমার সারা ভুবনজুড়ে সৃষ্টি হল শুধুই আলো, আলো আর আলো। তোমার উপস্থিতি আমাকে নতুন করে উদ্দীপ্ত করল, মোহিত হয়ে দেখলাম তোমার বর্ণালি রূপের রহস্যময়তা, আনন্দ স্রোতে ভেসে গেল আমার স্বর্ণালি সন্ধ্যা- হৃদয় দিয়ে বুঝলাম তোমার মধ্যেও আছে এক আলোকিত স্বপ্ন-যে স্বপ্ন শুধু আলোই জ্বালাতে জানে। ঘুম ভেঙেই তোমাকে দেখলাম; আমার প্রিয়জনের মুখ মনের পর্দায় ভেসে উঠল। সত্যিকারের অন্তরের টান আছে বলেই তুমি এইভাবে আসো বারে বারে, আমাকে খুশির তরঙ্গে তরঙ্গায়িত করে যাও। তোমার প্রেমের তুলনা মেলা ভার,তোমার ভালোবাসার পরিমাপ করা দু:সাধ্য। তোমার প্রেমই বলো বা ভালোবাসাই বলো তা অপরিমেয়। এক এক সময় তো মনে হয় আমার ভালোবাসাকে ছাপিয়ে তুমি অনেকদূর এগিয়ে গেছ, তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা অনেকসময়ই ম্লান হয়ে যায়। তোমার ভালোবাসা এতটাই গভীর যা সহজে প্রকাশ করা যায় না, যা সহজে বর্ণনা করা যায় না। যা কেবলই অনুভূতির জিনিস, অনুভব দিয়েই বুঝে নিতে হয়। আমার হৃদয় বিগলিত এই কারণে তোমার সেই বিরাট আকাশের মতো, বিশাল সমুদ্রের মতো ভালোবাসার ছোঁয়া একটুখানি হলেও আমি পেয়েছি-বলতে পারো তুমি আমার অহঙ্কার। 
   আমাকে তোমার সারাদিনে কতবার মনে পড়ে – লিখে রেখো। দেখা হলে তা বলো আমি অধীর আগ্রহ নিয়ে সেকথা শোনার জন্য বসে আছি জানবে। শুধু ভালো কেন- মন্দটাও যদি কিছু থেকে থাকে আমাকে ঘিরে সেটাও বলো, আমি হৃদয় দিয়েই তা শুনবো। জানি আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যখন তখন- কী স্বপ্ন দেখলে, কী তার রঙ, তার রহস্যই বা কী আমাকে বলো, আমি সে সব কথাও শুনতে চাই। আমাকে নিয়ে তোমার সকাল কেমন আসে, অলস দুপুর কেমন কাটে, সন্ধে কেমন নামে, নিশীথ রাত্রি কেমনে পেরোয় আমাকে বলো-আমি শুনবো তা। 
   আমার গয়না বলতে তো কবিতা-সেই কবিতার গয়না দিয়ে সাজাই তোমাকে আমার ইচ্ছে মতন, খুশি মতন – জানিনা এ গয়নায় তোমার মন ভরে কিনা, তুমি খুশি হও কিনা-আমি শুধু বলতে পারি এ আমার হৃদয় নিংড়ানো ধন। বুকের ভালোবাসা দিয়ে গড়া আমার এই নিখাদ অলঙ্কারে তোমাকে সাজাতে আমার ভীষণ-ভীষণরকম ভালো লাগে, এইভাবে সাজিয়ে আমি অফুরন্ত আনন্দও অনুভব করে থাকি। জানিনা তোমার কাছে এসবের কোনো মূল্য আছে কিনা – আমি জানি এ আমার সৃষ্টির সম্পদ – যা আমি নিজের হাতে গড়েছি, নির্মাণকরেছি- এ কোনোদিনও ফ্যালনার হতে পারে না – তুমি কী বলো? আমার জন্য তোমার হৃদয়ে কতখানি জায়গা আছে জানি না তবে তোমার জন্য আমার হৃদয়ে বিরাট এক জায়গা রাখা আছে। আছে একখণ্ড আকাশ যাতে তুমি স্বচ্ছন্দে বিচরণ করতে পার, মেলে দিতে পার তোমার মুক্ত দু’টি ডানা। আছে এক চিলতে বাগান যেখানে ফুটে আছে অজস্র সুগন্ধি ফুল- যার ঘ্রাণ তুমি অনায়াসে নিতে পার, বাহারি রূপের অনবদ্য মাধুর্যে জুড়িয়ে নিতে পার তোমার দুটি চোখের তারা।আছে তমাল, বকুল, তাল বীথিকার সারি যার তলে বসে নির্বিঘ্নে নিতে পার দু’দণ্ড বিশ্রাম, আয়েস ভরে জ্বালতে পার স্বপ্নের ফুলঝুরি। আছে এক বহতা নদী যার স্বচ্ছ শীতল জলে তোমার আগুন বুক সিক্ত করে নিতে পার। এক কথায় তোমার ভালোলাগার সব কিছু আছে আমার হৃদয়ে। শুধু ভালোবেসে তুমি তা তোমার নিজের করে নাও।

4th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya 
.............................................................................
    In the light of the night you also appeared as one of the lamps of light, the brightness of the night of light naturally gained another dimension.  The brightness of your light was cut off in the shadow of the mind, the gloom of the pain - all my wandering was created only light, light and light.  Your presence renewed me, I was fascinated to see the mystery of your spectrum, my joy swept away with tears. With my heart I realized that you too have an illuminated dream - that only a light knows how to light.  I saw you when I woke up;  My loved one's face wandered off the screen.  Come here again and again, because of the real heart tension, make me wave in happiness.  Comparing your love with weight, measuring your love is difficult.  Tell your love or love is immense.  At one time it seems that you have gone far beyond printing my love, my love for your love often fades.  Your love is so deep that it cannot be easily expressed, which cannot be easily described.  Which is only a matter of feeling, to understand it through feeling.  My heart melts because your love for the vast sky, like the vast sea, is but a small one - I can say that you are my pride.
   How many times do I remember you all day - write down.  If you meet, tell me I'm excited to hear the story.  Why only good - if the evil is there, surround me, say it, I will hear it with my heart.  I know you dream about me when you dream - what you dream, what its color, its mystery or what you tell me, I want to hear it.  Tell me how your morning comes, how you have a lazy afternoon, how it is called in the evening, how you can get up at night, and I will listen.
   My jewelry is a poem - the poem I want you to decorate with the jewelry I like, the happy look - I do not know whether this jewelry fills your heart, whether you are happy or not - I can only say that my heart is a treasure.  I love the exquisite elegance of decorating you in this perfect embellishment made with the love of the breast, thus I also feel immense pleasure in decorating it.  I don't know if you have any value for these - I know this is the wealth of my creation - that I have created in my own hands, that I can never be a falconer - what do you say?  I don't know how much room you have in my heart but I have a great place in my heart for you.  There is a single sky so that you can move freely, matching your free two wings.  There is a chill garden where there are so many fragrant flowers - the smell of which you can effortlessly, the twinkling of the exotic form of your two eyes, the stars can come. There are rows of tamal, bakul, tal bithika, under which you can seamlessly rest.  You can burn the dream of a flower.  There is a flowing river that can soothe your fire in clear, cool water.  In a word, everything in your heart is in my heart.  Just love that you make it your own.

আরও পড়ুন 
বিজ্ঞাপনের বিকল্প বিজ্ঞাপনই || ঋত্বিক ত্রিপাঠী 

Post a Comment

0 Comments