জ্বলদর্চি

ক্যুইজ-৮১/ সাগর মাহাত

ক্যুইজ-৮১/ সাগর মাহাত

ক্যুইজ-৮১/ সাগর মাহাত

১. দক্ষিণবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম—
আনন্দবাজার
জঙ্গলমহল বার্তা
মেদিনীপুর ও হিজিলি অঞ্চলের অধ্যক্ষ
উপত্যকা

২. আজ থেকে কত বছর আগে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল—
প্রায় ১৭২ বছর
প্রায় ১৭৪ বছর
প্রায় ১৭৫ বছর
প্রায় ১৭৬ বছর


৩. দক্ষিণবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রটি যার পরিকল্পনায় আত্মপ্রকাশ করেছিল—
এইচ. ভি. বেইলি সাহেব
এইচ. ডি সাহেব
এলবার্ট এডসন
এইচ. ডি. বেইলি সাহেব


৪. সংবাদপত্রটি কত সালে আত্মপ্রকাশ হয়েছিল—
১৮৫১
১৮৫২
১৮৫৩
১৮৫৪

৫. দক্ষিণবঙ্গের প্রথম সংবাদপত্রটি কোন জেলা থেকে আত্মপ্রকাশ করেছিল—
বাঁকুড়া
পুরুলিয়া
মেদিনীপুর
বীরভূম

৬. ঝাড়গ্রাম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে—
২০১৬
২০১৭
২০১৮
২০১৯

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল—
১৮৭৬
১৮৭৫
১৮৭৭
১৮৭০

৮. 'শ্রীকান্ত' উপন্যাসটির প্রথম পর্ব প্রকাশকাল—
১৯১৭
১৯১৮
১৯২০
১৯২২


৯. পৃথিবীর স্বচ্ছ জলের নদীটি রয়েছে—
আমেরিকা
জাপান
বাংলাদেশ
ভারত

১০. গোয়াহাটি শহর কোন রাজ্যে—
পশ্চিমবঙ্গ
ওড়িষ্যা
আসাম
মণিপুর

ক্যুইজ ৮০-এর উত্তর
১. তৈলবীজ
২. হরিয়ানা
৩. মণিপুর
৪. উত্তরপ্রদেশ
৫. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
৬. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
৭. সুকন্যা
৮. দামিনী
৯. উত্তরপ্রদেশ
১০. প্রধানমন্ত্রী

Post a Comment

1 Comments