প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
জানি আমাকে নিয়ে তোমার ভাবনা অনেক, হয়তো নিয়ত স্বপ্নের জাল বুনে চলেছ – কিন্তু সেকথা কাউকে মুখ ফুটে বলতে পারছ না, কারুর সামনে প্রকাশ করতে পারছ না। সব যন্ত্রণা বুকের মধ্যেই চাপা রাখতে হচ্ছে, সব কষ্ট একাকী নিজেকেই বহন করে যেতে হচ্ছে। যখন-তখন হয়তো তোমার স্বপ্নে আমি এসে পড়ছি, কোনো কোনো অলস মুহূর্তে আমার ছবি তোমার মনের পর্দায় ভেসে উঠছে, আমাকে নিয়ে গুনগুন করে গান গাইছে তোমার হৃদয়, আমার ভাবনায় অতল গহ্বরে তলিয়ে যাচ্ছ, কিন্তু বাস্তবের কঠিন ধাক্কায় তোমাকে সে জগত্ থেকে বারবার ফিরে আসতে হচ্ছে, তোমার ভালোলাগাগুলো মুখ থুবড়ে পড়ছে। আমি তোমার এই ব্যথা বুঝি, এও জানি আমায় তুমি ভালোবাসো-আমিও তাই তোমাকে ভালো না বেশে থাকতে পারি না।আমার মন তোমাকে নিয়ে ভালোবাসার দেশে পাড়ি দেয় যখন তখন সুন্দর সে দেশ আরো মধুময় রমণীয় উঠে তোমার সান্নিধ্যে। আমার বুকের সুখের কণাগুলি ঘাসের ডগায় শিশির বিন্দুর মতো ঝলমল করতে থাকে রূপোলি মায়ায়, চাঁদের স্নিগ্ধ আলোর মতো রাশি রাশি মুক্তো ছড়ায়। তোমার সাথে হাঁটতে হাঁটতে আমার অন্তর সবুজ পাতার মতো দখিনা বাতাসে দোল খেতে থাকে, শিউলি সুগন্ধে হৃদয়খানি আমোদিত হয়, আমি খুঁজে পাই এক অনাবিল আনন্দের বর্ণময় স্বাদ।
তোমার চাওয়াটাই তো সব নয় বন্ধু, আমারও কিছু চাওয়ার আছে। আমি চাই আমার কবিতার বাগানে তুমি আগের মতোই কবিতার ফুল হয়ে ফুটে ওঠো, রামধনু রঙ ছড়িয়ে রাঙিয়ে দাও আমার মনের আকাশ, পাখির গানের মতো গানে গানে ভরেদাও আমার ঘুমভাঙা ভোর, গোলাপের মিষ্টি হাসি নিয়ে আমার সামনে এসে দাঁড়াও, আমাকে চমকিত করো, আমাকে পুলকিত করো। তোমার চাওয়াটাই সব নয় – আমার স্বপ্নকে তুমি মেরে ফেলতে পারো না; ছন্দে-বর্ণে, রূপে-রসে-গন্ধে আগের মতোই আমাকে তুমি রঞ্জিত-নন্দিত করো, ভালোবাসার অমল সুধায় আমাকে পূর্ণ দীপ্ত করো। তোমাকে চুপি চুপি একটা কথা বলি, আমার ঘর ভালোবাসার সাথে, আমার ঘর মনুষ্যত্বের সাথে, আমার ঘর আলোর সাথে। আমার ঘর সুন্দরের সাথে, আমার ঘর ফুলের সাথে, আমার ঘর ভালোর সাথে। আমার ঘর মানবতার সাথে,আমার ঘর বোধের সাথে, আমার ঘর চেতনার সাথে। আমার ঘর সৌভ্রাতৃত্বের সাথে, আমার ঘর ঐক্যের সাথে, আমার ঘর মৈত্রীর সাথে। আমার ঘর যুক্তির সাথে, আমার ঘর সাম্যের সাথে, আমার ঘর প্রেমের সাথে।
আমার যা কিছু নতুন সবই তা তোমার জন্য। আমার কবিতা তোমার জন্য, আমার গল্প তোমার জন্য, আমার ভাষা তোমার জন্য, আমার গান-সুর-তাল-লয় তোমার জন্য, আমার হৃদয়ের ভালোবাসাও তোমার জন্য। পাকা ধানের গন্ধ নিয়ে লিখেছি আমার কবিতা, চাঁদের থেকে হাসি নিয়ে লিখেছি আমার কবিতা, সবুজ বনানীর রঙ মেখে লিখেছি আমার কবিতা, নদীর কলতান-ঝর্ণার কলরোল নিয়ে লিখেছি আমার কবিতা-একইভাবে সৃষ্টি আমার গল্প, আমার গান, আমার সুর-তাল-লয় আর আমার ভালোবাসা। এ সবই তোমার জন্য, নতুন দিনে তোমাকে দেওয়া অর্ঘ্য।
আমার জীবনপথে তোমার ভালোবাসা এক আলোর ঝরনাধারা, যে ভালোবাসা চলার বাঁকে বাঁকে খুশির মুক্তো ছড়ায়, সবরকম বাধা অতিক্রম করে আমাকে এগিয়ে যাবার মন্ত্র জোগায়, আমাকে আশ্চর্যরকমভাবে সাহসী করে, আমাকে সাবলীল-স্বচ্ছন্দ আর দুরন্ত করে। আমার জীবনপথে তোমার ভালোবাসা এক মধুময় স্বপ্নের সমাহার, যে স্বপ্ন প্রতিক্ষণ, প্রতি বেলা আমাকে বাঁচার আশ্বাস জোগায়, প্রাণের গভীরে ঘন প্র্রেমের মৃদঙ্গবাজায়, ভরা বর্ষার নদীর মতো আমার বুকে তোলে উন্মত্ত নদীর ঢেউ। আমার জীবনপথে তোমার ভালোবাসা রাঙা পলাশের মিষ্টি হাসি, যে হাসি মনে আগুন ধরায়, বয়ে আনে ফাগুন বাতাস, নতুন কচি পাতার মতো আমাকে রাঙিয়ে আমাকে নতুনভাবে পল্লবিত করে, সুশোভিত করে-আমার জীবনপথে তোমার ভালোবাসা অমর-অক্ষয় অমৃতসুধা।
🍂
আরও পড়ুন 👇
5th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
I know a lot of you are thinking about me, maybe you are constantly dreaming - but you can't tell someone in front of you, you can't express it to anyone. All the pain has to be kept in the chest, all the suffering is being carried alone. Sometimes I come to you in your dreams, at some idle moment my picture floats on the screen of your mind, your heart murmurs with me, your heart sinks deep into my thoughts, but with the hard push of realism, you are coming back to the world again and again. , Your nice mouths are spitting. I know your pain, I know you love me too - I can't be so nice to you either. My mind switches to a country of love with you when that beautiful country becomes more honeyed and beautiful with you. The particles of happiness in my chest start to shine like dew point on the grass, like silver in the moonlight, like the light of the moon spreading pearls. Walking with you, my heart glows like green leaf, the sully aroma engulfs the heart, I find a tasteless taste of unbelievable joy.
All you want is not friends, I have something to ask. In my garden of poetry I want you to be the flower of poetry, as ever, spread the rainbow colors in my mind, sing like a song of birds, come to me with my dawn, the sweet smile of roses, astonish me, enlighten me. Not all you want - you can't kill my dream; Rhythm-color, silver-smelling-smell as you have before, make me sad and full of love. Let me say one thing in peace, my house with love, my house with humanity, my house with light. My house is beautiful, my house is full of flowers, my house is good. My house is with humanity, my house is feeling, my house is with consciousness. My house is with brotherhood, my house is unity, my house is friendship. My house with logic, my house with equanimity, my house with love.
Everything that is new to me is my poem for you, my story for you, my language for you, my music and melody for you, the love of my heart for you. I wrote my poem on the smell of ripe rice, my poem on the moon, the color of green bananas, I wrote my poem, the color of the river kaltan-fountain, I wrote my poem-like my creation, my songs, my melody and rhythm. Love All of this, for you, means giving you a new day.
Your love in my life is a fountain of light, that spreads the pearls of happiness at the bend of love, transcends all obstacles and gives me the mantra to move forward, makes me wonderfully courageous, makes me easy and relaxed. Your love of my life is a combination of a sweet dream, that dream of waiting, every time assures me to live, a deep love of life deepens my heart like a raining river, filled with raging waves. The sweet smile of your love Ranga Palash in my way of life, the smile that caught fire in my mind, the fiery wind that carried me, made me like new leaves, made me freshen up, beautify me - your love in my life is immortal, immortal Amritsudha.
0 Comments