জ্বলদর্চি

কয়েকটি কবিতা /রাহুল পাত্র

কয়েকটি কবিতা
রাহুল পাত্র


শীতের আমেজ

শীতের আমেজে লাগল নাচন
নলেন গুড়ের সাথে,
কম্বলটা সঙ্গে করেই
ঘুমাতে যাবে রাতে।
ভোরবেলাতে দেখবে যখন
খেজুর গাছের হাসি,
কান পাতলে শুনতে পাবে
রাখাল বাজায় বাঁশি।
ছাদের পরে রোদ পোহাবে
পড়বে ভূতের ছড়া,
তখন তুমি মা-র হাতের
খেও তালের বড়া।
সোয়েটারটা পরবে গায়ে
টুপি নিও মাথায়,
দেখবে কেমন কুয়াশা ঘিরে
রয়েছে হরিৎ পাতায়।
শীতের আমেজে লেগেছে নাচন
আমার তোমার মনে,
চড়ুইভাতি করতে হবে
একসঙ্গে এই বনে।


পথের পথিক 

একতারা-টি বাজায় বাউল
নিজের পরম সুখে,
মাতল হাওয়ায় গান গায় সে
সাদা দাঁড়ি ভরা মুখে।
গেরুয়া পোশাকে ওই লোকটা
ভিক্ষা করেই খায়,
ঘুঙুর পরা পা দুটি তার
নেচে ধূলো উড়িয়ে যায়।
চাল, ডাল ও আলু দিয়েই
ভরতি কাঁধের থলে,
পথের হদিশ করতে গিয়ে
ঘরের কথা গেছে ভুলে।


ছোট্ট খোকার আত্মকথা

তখন আমি বেজায় ছোটো
সদ্য যাচ্ছি স্কুলে,
সকাল-সন্ধ্যা বাবা পড়াতেন
নামতা দুলে দুলে।
নামতা যখন জলের মতো
মুখস্ত হত আমার,
তক্ষুনি মা হুকুম দিতেন
খোলো ইংরাজী গ্রামার।
গ্রামার এখন শেষ হলে
ডাকতেন দাদু মোরে,
রামায়ন-টা পড়াতেন তিনি
ভীষন জোর করে।
রামায়ণ তবু পড়লাম খুব
এবার ভূগোল নিয়ে বসি,
গম্ভীর ভাবে পড়াত দাদা
থাকত না মুখে হাসি।
নামমাত্র ভূগোল শেষে
দিদি ডাকল দারুন রেগে,
ইতিহাসে তুই বড্ড কাঁচা
তাই পড়াব রাত জেগে।
বাংলা পড়ি ঠাকুমার কাছে
শুনি কত মজার গল্প!
নারকেল নাড়ু খাওয়ার সাথে
বিজ্ঞান হত বেশ অল্প।
কর্ম করো

মিমির মা তো বাসন মাজে
সারা পাড়া ঘুরে
সাইকেলে করে চলে যায়
হোক না সে তা বহুদূরে।
মিমির দিদি কাপড় কাচে
করে আরও নানান কাজ
তারা হার মানে না জীবনযুদ্ধে
পায় না কোন‌ও লাজ।
মিমি আবার টোটো চালায়
তার দাদা চালায় অটো
মানতে হবে পৃথিবীতে
কোন‌ও কাজই নয় ছোট।


গ্রীষ্মের দাপট

গরমেতে মোটে আর
ভাল নাই লাগে
জিনিসপত্র ছুড়ে দিই
আমি ভীষণ রাগে।
রাত্রিকালে যখন আমার
দারুন ঘুম পায়
লোডশেডিংয়ের  ভয়টা
তখনও থেকে যায়।
তোমার আমার সবার কাছে
অসহ্য এই গ্ৰীষ্ম
প্রকৃতিতে তাকানো যায় না
খুব কুৎসিত সেই দৃশ্য।
কিন্তু ভেবে দেখতে গেলে
বিকেলের ঝড়-বৃষ্টি
মিঠাইয়ের  চাইতেও
লাগে ভারী মিষ্টি।
সাথে যদি পাই জেম্মার হাতের
ঘুগনি আর লুচি
সব কথা যাব ভুলে
ফিরবে মুখে রুচি।

Post a Comment

1 Comments

  1. প্রিয় সম্পাদক,
    খুব ভাল লাগলো। স্বরচিত কবিতাগুলো ছাপার অক্ষরে দেখতে পেয়ে আমি বেজায় প্রফুল্ল। পাশাপাশি আপনি যে ছবিটি নির্বাচন করেছেন সেটিও যথারীতি নজর কাড়ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
    রাহুল পাত্র

    ReplyDelete