জ্বলদর্চি

গুচ্ছ কবিতা / নবকুমার মাইতি

নবকুমার মাইতি

উষ্ণায়ন 

ক্রমশ পুড়ে খাক হয়ে যাচ্ছে মেদিনী
 ভরা শ্রাবণেও ছড়িয়ে পড়ে দাহ 
 আভূমি-আকাশ জুড়ে ক্ষমাহীন খরা
 ঠা ঠা রোদে অদূরে মরীচিকা দেখা যায়
নিয়ত বিশুষ্ক প্রাকৃতিক জলজ সম্পদ 
     

 মানুষ নিজেই নিজের বিনষ্টকারী
 সীমাহীন  স্বার্থলোলুপতা মুছে দেয়
 সুকোমল অনুভব, ব্রম্মময় অমৃত আস্বাদ 
পাতিব্রত্য, মাতৃত্ব, সৌভ্রাতৃত্ব 
ফুটি ফাটা তৃষ্ণা নিয়েও অস্তশ্রাবণে
 এক অঞ্জলি জলের আশায় 
ক্রন্দনরত ভুবন ডাঙ্গার মাঠ 
 নির্মেঘ আকাশে পিপাসার্ত চাতক- চাতকি
বসে ডানা ঝাপটায়
 তুঙ্গভদ্রা নদীর কিনারে



নীল আকাশের দিশা

পুরাতন বছরের শেষে 
একটা অনাগত ভোরের স্বপ্ন নিয়ে
 অতিক্রম করে এসেছি অনেকটা পথ 
ঝড়-ঝঞ্ঝা মারন মহামারী 
যুদ্ধ মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আমরা 
কাক ভোরে পরিব্রাজকের দৃষ্টি নিয়ে দেখি 
সমুখপানে এগিয়ে চলেছে 
এক জীবন বাউল মগ্ন ভগিরথ
 নতুন বছরের পুত-পবিত্র মন্ত্রে শপথ নিয়ে 
শান্তির সুরধুনী (গঙ্গার) পথ ধরে
 গড়ে তুলবে এক অশোক পৃথিবী
 অপাবৃত মঙ্গলদীপ হাতে 
ঐশী মহিমায় সমুজ্জ্বল, অভেদাত্মা
 অন্তরের কালিমা কলুশ নাশ করে
 দেখা দেবে নবীন আলোর দিশ.....


জীবনবেদ

'কালি কলম মন
 লিখে তিন জন'
 এও সত্য, বিরহে বাঁচে কবি
 ভালোবাসা নয়, অসীম যন্ত্রণায়
 খরশান হয় কবির কলম 
ভূমা পৃথিবীর সুগভীর 
যন্ত্রণার জারক রসে কবির কলমে
 সৃষ্টি হয় অমর প্রেমগাথা 
নব 'মেঘদূত' সুখ নয়
 দুঃখই কবির জীবনবেদ

আকাশগঙ্গা

দিনান্তে মনে হয় টিলার উপর
 অন্যরকম বিকেল নামে পৃথিবীতে
 সে বিকেল স্নিগ্ধ কোমল বড্ড মায়াবী 
নদীর ওপারে দিকচক্রবালে ঘনায় ধূসর মেঘ
 চরাচরে সন্ধ্যা নামে পাখির ডানায় ভর করে 

সন্ধ্যারাগ জেগে থাকে আমাদের মাঝে 
প্রিয়জনের প্রিয় মুখ,আমার মায়ের মুখ 
 হৃদি ভেসে যায় সকরুন কান্নায়
 নদীর ওপারে ঝাউবন পাইন দেবদারু 
সন্নিকটে জ্বলন্ত চিতা-দাউ দাউ
 এক সময় চিতা নিভে যায়, জেগে থাকে অগ্নিবলয়
 
 যা কিছু ধ্রুব ও সত্য বলে জানি
 দিনান্তে জেনেছি আমি জীবনের মানে
 বিপুল ঐশ্বর্যের মাঝে নিঃসীম শূন্যতা
 জাগতিক কর্মযজ্ঞ বিনাশ ও বিন্যাস 
কেবলই সুখ স্মৃতি রোমন্থন 
জীবন নদী মিশে যায় আকাশ গঙ্গায়


তোমার অনুরুদ্ধ প্রতীক্ষায়

এক একটা সময় মনে হয় 
অনেক হয়েছে,এবার ফিরবার পালা 
শরীরী পোশাক,রূপজ মোহ আর সব 
ঝেড়ে ফেলে শুদ্ধ হবো অলকানন্দা জলে 
কন্ঠে ধারণ করবো যজ্ঞ উপবীত
 শবের উপর বসে করে যাব শব সাধনা 
আত্মার আরাধনা, নৈকট্যের সামীপ্যে
 কালের নিয়মে সময় বদলে যায়
 বদলে যায় সম্পর্কের রসায়ন 
 সারল্য সখ্যতা প্রেম পবিত্রতা
 আটপৌরে ইচ্ছেগুলোকে সন্ন্যাস মন্ত্রে 
দীক্ষিত করে,দুঃসহ সময়ের নিদারুণ 
গ্লানি মুছে বসে আছি জীবনের ডাকে  
তোমার অনুরুদ্ধ প্রতীক্ষায়

Post a Comment

0 Comments