প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
অপরূপা তুমি রূপ দিলে ঢেলে- অনির্বচনীয় সে রূপসুধা পান করে আমি মাতাল হলাম। আজ তুমি দিলখুশ ছিলে, সম্পুর্ণভাবে অকৃপণ ছিলে- তাইতো আমার সাধ্য হল তোমাকে সম্পূর্ণভাবে দেখার, তোমাকে নতুনভাবে আবিষ্কার করার। মাতাল করার মতোই অনুপম সৌন্দর্যলালিমা নিয়ে আমার সামনে উপস্থিত ছিলে তুমি-বড়ো আপন করে ডাকলে কাছে, যেন তুমি আমার কানে কানে এই কথাটাই বললে-এই আমি তোমার হলাম, তুমি আমাকে তোমার মতো করে ভালোবেসে নাও – আমার সাধ্য ছিল না তোমাকে এড়িয়ে যাবার-তাইতো ডুব দিলাম তোমার রূপসাগরে, কুড়িয়ে নিলাম আমার ভালোবাসার মুক্তোরাশি। চাঁদের স্বচ্ছ হাসি দেখলাম কালোর অন্ধকারে।
তোমার বুকে জমা মধু আকণ্ঠ পান করে মদির হয়ে যেতে ইচ্ছে করে,- ইচ্ছে করে ওখানকার সব উষ্ণতাটুকু অঙ্গে মেখে নিজেকে রাঙিয়ে নিই। এ যেন কেবল ভালোলাগা নয়, ভালোলাগার উপরেও বেশি কিছু। তোমার গোপন বুকের তলের সৌন্দর্য কেবল দু’চোখকেই রঙিন করে না, হৃদয়কেও রাঙিয়ে যায়, মনটাকে করে ভালোবাসাসিক্ত। সেই ভালোবাসায় ভর করেই তোমাকে স্পর্শ করার সাধ জাগে, সাধ হয় ওখানকার কোমলতাটুকু আমার অনুভবের সঙ্গে মিলিয়ে নিই। তুমি কী বলবে জানিনা, তুমি কী ভাববে জানি না, তোমার বুকের দ্যুতিচ্ছটা তার শোভন, সুন্দর রূপ আমাকে দারুণ দারুণ স্বপ্নে বিভোর করে, মোহিত করে। তোমার বুকের দিকে চোখ রেখে আমি তাই হারিয়ে যাই, হারিয়ে যাই ভালোবাসার বিপুল স্রোতে। তোমার বুকের অনবদ্য ঢেউকে আমি উপেক্ষা করতে পারি না। তোমার বিরাট হৃদয়ে জায়গা করে দিয়ে আমার মনে তুমি বসন্ত এনেছ, প্রাণের গভীরে ফুটিয়েছ লাখো স্বপ্নের পারিজাত, দু’চোখে এনেছ ভরা নদীর প্লাবন, দুরন্ত তরঙ্গমালা। প্রভাতবেলার সূর্য দেখে আজ আমি পুলকিত হই, পাহাড় ঘেঁষে ডোবা দিন শেষের স্বর্ণালি আলো আমাকে রোমাঞ্চিত করে, নদীর বুকে চাঁদের রূপোলি ঝিলিক দেখে আমি বিমোহিত হই, গাছের ডালের ফাঁক দিয়ে ডেকে ওঠা কোকিলের বিলাপী সুর আমাকে উদাসী করে, সব কিছুতে এক সুন্দরের ছায়া অনুভব করি। তোমার প্রশান্ত বুকে ঠাই পাবার পর থেকেই এত কিছু হচ্ছে আমার, আমি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, বুঝতে শিখেছি জীবনটা শুধু লাভ-ক্ষতি হিসেবের খতিয়ান নয়, তার বাইরেও একটা জগত্ আছে, বিশাল আনন্দময় জগত্।
আনন্দ আকাশে মেলেছি ডানা তোমার ভালোবাসার ঘরে পৌঁছব বলে, তোমার বুকের তলে মাথা রাখব বলে, তোমার অন্তরের মুক্তোবিন্দু কুড়বো বলে। তোমার মমতা মাখানো প্রেমের পরশটুকু নিয়ে আমি আমার ভালোবাসার স্বর্গ গড়তে চাই, অনাবিল সুখ- স্বপ্নে বিভোর হতে চাই, রাত্রির অন্ধকার চিরে সোনাঝরা প্রভাত আনতে চাই, তোমার আমার মাঝে চিরমিলনের সেতু গড়তে চাই। তোমার ভালোবাসা আর আমার ভালোবাসা মিলিয়ে সারা ভুবনটাকে ভালোবাসাময় করে তুলতে চাই।
আমি আনন্দ আকাশে মেলেছি ডানা শুধু তোমার কাছে যাবো বলে, তোমার বুকে মাথা রেখে আমার হৃদয়ের গান শোনাবো বলে। তোমার খোঁপাভাঙা চুলের ডগায় প্রজাপতি হয়ে নাচব, উড়ব, বসবো আঁচলের তলে ফাগুন বাতাস হয়ে অবিরত দোল খাব। তুমি বলবে – ওরে দুষ্টু পাখি, এতটা জ্বালাস না, আমি যে মরে যাই, যা- উড়ে যা-আমি উড়ে যাই, দু’চোখে তোমার অপার বিস্ময়! আবার ডাকো-আমি ফিরে আসি তোমার কাছে; সেই আনন্দ আকাশে মেলে দিই আমার সোনালি ডানা। তুমি পাশে থাকলে পৃথিবীটাকে মনে হয় সবুজে সবুজময়, আঁধার ছিঁড়ে যেন সকাল আসে সূর্য হাসে দীপ্ত গরিমায়। তুমি পাশে থাকলে নদীর স্রোতে জোয়ার খেলে, নীলাকাশে ভেসে যায় মুক্ত পাখির ঝাঁক, বাগানের ফুলগুলি পাপড়ি মেলে মাথা তুলি, বাতাসে ফুলের গন্ধ ছড়ায়। তুমি পাশে থাকলে দু’চোখে স্বপ্ন ভাসে, খুশিতে হৃদয় পাগল হয়, মনের দরজা খুলে যায়, অন্তর বিকশিত হয় ঝরণাধারায়। তুমি পাশে থাকলে প্রাণের ভিতরে প্রেম জাগে, ভালোবাসার বান ডাকে, জীবনের কথাগুলি ভাষা পায়, চিত্ত আকুল হয়।
🍂
আরও পড়ুন 👇
7th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
Otherwise you poured out the form - I got drunk after drinking that unrefined beauty. Today you were heartbroken, completely insecure - so it is my chance to see you completely, to discover you again.
As drunk as the drunken beauty was in front of me when you called me big-hearted, as if you were saying these words in my ear - this is me, you love me as you do - I couldn't avoid you - so dive. I have given you the beauty of my love, I have picked up the freedom of my love. I saw the clear smile of the moon in the darkness of the darkness.
The honey that is deposited in your chest makes you want to become a drinker - I wish I could rub it on all the warm limbs there. It is not only good, but more than good. The beauty of the bottom of your secret chest does not only color the two eyes, it also irritates the heart, and loves the mind. I love the feeling of touching you in love, and the gentleness of the place is there. You do not know what to say, you do not know what to think, its elegant, beautiful appearance in your breast fascinates me in a very beautiful dream. Keeping an eye on your chest I am so lost, lost in the huge stream of love. I cannot ignore the invisible surge of your chest. With a place in your great heart, you have brought spring to my mind, deep into the soul of millions of dreams, the flood of two rivers, the rippling waves. Today I am woken by the dawn sun, the golden light at the end of the day sunk in the mountains, I am fascinated by the silvery glow of the moon at the river, the mournful melody of the cuckoo called by the gaps of the tree, I feel a beautiful shadow in everything. It has been so much since I found your calm chest, I have rediscovered myself, learned that life is not just a profit and loss account, there is a world beyond it, a world of great bliss.
The wings of joy in the sky will reach your love room, keep your head under your chest, pick your pearl in your heart. I am the paradise of my love for the kind of love you cherish
I want to build, I want to be happy in the dream, I want to be able to dream, I want to bring the morning glow to the darkness of the night, I want to build a bridge between you forever. I want to make the whole world in love with your love and my love.
I am happy to meet you in the sky, Dana just goes to you, puts your head in your chest and tells me the song of my heart. On your lanky hairpin, you will dance in butterfly, fly, sit under the finger of the flange and continue to swing through the air. You would say - O naughty bird, don't be so irritated, I am dead, whatever fly I fly, your great surprise in both eyes! Call again - I come back to you; Let my golden wings match that joy in the sky. If you are on the side of the earth, the green will feel green, the tearing of the sun will come in the morning as the sun is shining in glorious glory. If you are on the side playing the tide at the stream, the swarm of free birds floating in the blue, the flowers in the garden match the petals, and the smell of the flowers floats in the air. If you are on the side, the dream of the two floats, the heart is mad at happiness.
0 Comments