জ্বলদর্চি

অভিনন্দন মুখোপাধ্যায় ও তড়িৎ ভট্টাচার্য-র কবিতা


অভিনন্দন মুখোপাধ্যায় ও তড়িৎ ভট্টাচার্য-র কবিতা 

অভিনন্দন মুখোপাধ্যায় 
অভাব-৪


বিখ্যাত মানুষদের সাথে আমার কোনো ছবি নেই।
তাদের নিয়ে স্মৃতিকথা লেখার মতো মশলা নেই ঝুলিতে।

অথচ যখন বিভিন্ন বন্ধু শ্রেষ্ঠ কবিদের সাথে ছবি দেয়,
কিংবা দুনিয়া কাঁপানো অভিনেতাকে দাদা বলে ডাকে
দুঃখে আমার বুক ফেটে যায়।
ভাবি, তাদের আকাশ কত উজ্জ্বল 
কিন্তু আমার আকাশ নামে তিনজন বন্ধু ছাড়া আর কিছু নেই।

এইসব ছোট ছোট ব্যথাকে লুকিয়ে রাখতে পারি না,
রাত্রে বিছানায় পিঁপড়ে কামড়ায় আর 
আমি ভাবি মধুর দংশন। 

সমস্ত লোকালয় এগুলোকে ঈর্ষা বলে ডাকে— 

আমি ভাবি শেখার অভাব


তড়িৎ ভট্টাচার্য
আমার তুমি

একলা ঘরে বসে আছো বন্দী তোমার মন,
দাও ছেড়ে দাও তারে তুমি ডাকছে ঘন বন।
মৌমাছিদের গুঞ্জরণে প্রজাপতির পাখায়,
তোমার মনটি যেন হারায় নীল আকাশের গায়।
মনই তোমার বন্ধু বিরাট; মনই তোমার মাঝি,
মন নদীতে ভাসুক তোমার আনন্দেতে সাজি।
জীবন হবে পূর্ণ তোমার জীবন মধুময়,
দুঃখ ব্যথা সবই তুমি করবে জানি জয়।

🍂

Post a Comment

0 Comments