গৌতম বাড়ই
জলচৌকি
হাতঘড়ি কাগজ সুলেখা কিংবা চেলপার্ক
ঝর্ণা পেন জিভের ডগায় আদরে শব্দগুলো
অনাদরেও ঝরে পড়া কিছু-কিছু
পুরাতন দিনের সীবনশিল্পম কথামালা
চুম্বনের পরশ স্পর্শের নিবিড় কাতরতা
বহুযাপন কোটি বর্ষের অতৃপ্ত আত্মা!
নিষেধাজ্ঞার প্রণয় এবং তাদের মানবীরা
উষ্ণ রক্তে আরো অনন্ত ধারার বহ-চেতনা —
ছানিপড়া চোখে পরিত্যক্ত কুয়োতলায়
পদতল ঘষে ঘষে শ্যাওলামাপা তারপর
বিসলেরি আর জনিওয়াকারের মিশেলে
গভীররাতে বিগতজন্মের সব হিসেব নিকেষ
সকালবেলা আবার একটিবার বেঁচে উঠে
ঈশ্বরের মুখোমুখি হয়ে সব ভুলে যাই...
হাতঘড়ি কাগজ সুলেখা কিংবা চেলপার্ক
ঝর্ণাপেন জিভের ডগায় আদরে শব্দগুলো
অনাদরেও ঝরে পড়া কিছু-কিছু
পুরাতন দিনের সীবনশিল্পম কথামালা
চুম্বনের পরশ স্পর্শের নিবিড় কাতরতা
বহুযাপন কোটি বর্ষের অতৃপ্ত আত্মা!
নিষেধাজ্ঞার প্রণয় এবং তাদের মানবীরা
উষ্ণরক্তে আরো অনন্ত ধারার বহ-চেতনা ---
ছানিপড়া চোখে পরিত্যক্ত কুয়োতলায়
পদতল ঘষে ঘষে শ্যাওলামাপা তারপর
বিসলেরি আর জনিওয়াকারের মিশেলে
গভীররাতে বিগতজন্মের সব হিসেব নিকেষ
সকালবেলা আবার একটিবার বেঁচে উঠে
ঈশ্বরের মুখোমুখি হয়ে সব ভুলে যাই...
আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
প্রিয়বরেষু…
কবে থেকে বলো তুমি হয়েছ আমার?
একারও ভিতর একা; পরবাসে একান্ত দোহার!
সেই যে সেদিন, সূর্যকর হেসেছিল সুখে
সমস্ত আকাশ জুড়ে নীলাচল আনন্দ বিস্তৃতি
অকস্মাৎ উল্কাপাতে পূর্বজন্ম কিন্নর আকুতি
অথবা রঙিন ভোরে লেগেছিল চন্দ্রাবলী রাগ
বিভোর করেছিল মন ভুলিয়ে প্রাত্যহিকে
সুসখ্য যাপন ছলে সুরলগ্ন অসহ্য সোহাগ!
আখর মর্মরে সেই অনাসৃষ্টি বাসনা-রমণ
আঙুলে আঙুল ছোঁওয়া সে প্রথম অসতর্ক ভুল
যাকে তুমি অনুরাগ ভাবো অথবা স্বপ্নঘোর
অস্বীকৃত পাপগন্ধী মোহ; নিরুচ্চার সলাজ উন্মীলন…
সে মুহুর্ত চিরস্থায়ী, সে মুহুর্ত ঋণী
এখনও বসন্ত এলে আমাকেই মনে পড়ে জানি।
🍂
0 Comments