প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
ভাবছিলাম একটা কথা – বলতে পারো হয়তো স্বপ্নই দেখছিলাম- যদি এমনটা হ’ত বলা নেই, কওয়া নেই হঠাত্ তুমি আমার ঘরে ঢুকলে, পিচন দিক থেকে জড়িয়ে ধরলে আমাকে; আমি চমকে উঠলাম – তুমি আরও চমকে দিয়ে আবেগে-উচ্ছ্বাসে চুমু খেলে পরপর, দু’চোখে আমার নেমে এল ঘোরলাগা বিস্ময়! তোমার আঁচলে ঢাকা বুকের গোপন স্পর্শ আমাকে শিহরিত করল, আমার হাতে হাত রাখলে তুমি, আমি কী লিখছি – দেখলে আমার খাতা। তোমার হৃদয়ের গন্ধ পেলাম আমি – যে গন্ধ এতদিন ধরে আমাকে মাতাল করে এসেছে, তোমার ঘামে ভেজা শরীর আমাকে বিবশ করল, শুধু আমার হয়েই তুমি আমাকে ধরা দিলে এমনটা যদি সত্যিই হ’ত কী মজাটাই না হ’তবলো? কবে আসবে তুমি এভাবে?
তোমার মনের মাধুর্য, হৃদয়ের প্রেমশিখা আমাকে রাঙায় বলেই তো আমি রেঙে উঠি, আমি স্পন্দিত হই। মাতাল বাতাসের মতো তোমার আঁচলতলে গিয়ে মুখ লুকোই, সুখের আবেশ নিয়ে খেলা করি অবিরত। তোমার বুকের তন্ত্রীতে যে ভালোবাসার বীণা বাজে আমাকেও তা অনুরণিত করে, আমি খুব স্পষ্ট করে অনুভব করি তার সুর, তার ছন্দ, তাল-লয়-আমি বাঁধা পড়ি অচ্ছেদ্য প্রণয়ডোরে। তোমার প্রেমকে মাড়িয়ে যাব এমন সাধ্য আমার নেই, তোমার প্রেমকেঅবমাননা করবো এমন সাধ্য আমার নেই। তাই বারবার তোমাকেই খুঁজি, তোমাকেই চাই, তোমার অন্তর মাঝে আমার অন্তরকে বিলিয়ে দিই-যোগসূত্র রচনা করে গাঢ় প্রেমের, অমর ভালোবাসার। তোমার রূপসাগরে যখনই ডুবতে চেয়েছি তখনই তুমি এক সমুদ্র প্রেম নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো, তোমার গোপন মনের দুয়ার খুলে আমাকে তোমার কাছে ডেকে নিয়েছ। আমি দূরে থাকতে পারিনি, বারবার আমি তোমার কাছে হার মেনেছি। তোমার ভালোবাসার তীব্রতা এতটাই-কখন যে কীভাবে সেই টানে আমি হারিয়ে যাই-আমি নিজেও জানিনা। তোমার প্রেমের স্নিগ্ধ সুধারসে আমি নেয়ে উঠি, আমার হৃদয় রঙে রঙে ছেয়ে যায়। আমি যা চাই সব তুমি দাও উজাড় করে, আমার জন্যে তোমার এতটুকু কার্পণ্য নেই, এই অকৃপণ দানেই তুমি তোমার কাছে হয়ে উঠেছ অনন্য, অপরূপ, সুন্দর। এই অনন্যতাই আমাকে করেছে মুগ্ধ, তৃপ্ত।
জলগোলাপের ঢেউ হয়ে তুমি আজ আমায় ভাসিয়ে দিলে, এমন এক আশ্চর্য ভালোলাগার চরে আমাকে পৌঁছে দিলে যা এক কথায় অনবদ্য, অপূর্ব! কতদিনের স্বপ্ন – কবে তুমি এইরকম এক জলগোলাপ হয়ে তুমি আমার সামনে অনায়াস ছন্দে নাচবে-হাসবে-খেলে বেড়াবে, আর মেলে ধরবে গোলাপী পাপড়ি; সেই অপূর্ণ সাধ পূরণ করে দিলে তুমি-আমার ব্যাকুল কান্না, হৃদয়ের আর্তি এতদিন পরে বুঝি তোমার মর্মে প্রবেশ করল, আমার ডাক তোমার হৃদয় ছুঁল। তাই তুমি সব বাধা ঠেলে এলে তুমি আমার কাছে জল-গোলাপের ঢেউ হয়ে। তোমার বুকের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে শোনালে তোমার প্রণয়ের গোপন গল্প, আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বললে-আমি তোমাকেই ভালোবাসি।
🍂
27th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
I was thinking one thing - maybe you were dreaming - if that was not to be said, no, suddenly you came to my room, and you hugged me; I was shocked - you were more startled - kissed in awe, and immediately, the two-eyed surprise came to me! The secret touch of your chest covered your throat, you put your hand in my hand, you see what I am writing - my account. I smelled your heart - the smell that had drunk me for so long, the wet body in your sweat overwhelmed me, would it not really be funny if you caught me just because of me? When will you come like this?
The sweetness of your heart, the love of your heart makes me cry because I am in awe, I am vibrant. Like a drunken wind, you hide your face and play with passion and happiness. The harp of love that plays in the chest of your chest also resonates with me, I feel very clearly his melody, his rhythm, rhythm and rhythm - I am tied to the indestructible romance. It is not possible for me to overthrow your love, I cannot disrespect your love. So I seek you again and again, I want you, to pour my heart into your heart - by writing the link of deep love, immortal love. Whenever you want to sink into your sea, you stand in front of me with a sea of love, opening the door to your secret mind and calling me to you. I could not stay away, I have repeatedly begged you. The intensity of your love so much — when I get lost in that pull — I don't even know myself. I am swallowed up in the soft refinement of your love, my heart sinks in color. You give away everything I want, you don't have so much cravings for me, you have become unique, unique, beautiful to you in this unspeakable gift. This uniqueness has fascinated me, satisfied.
You floated me today with a wave of waves, reaching me to a wonderland that was, in a word, unique, wonderful! How long have you dreamed - when you were such a jumble, you would dance in front of me in an effortless rhythm - laughing and playing, and matching pink petals; After fulfilling that imperfect sadness, you - my anxious cry, the heartbeat so long afterwards understood that I entered your heart, my call touched your heart. So when you hit all the obstacles, you become a wave of water-roses to me. The secret story of your love when you hear me with all the love of your breast, jumps into my chest and tells you - I love you.
প্রকাশিতব্য...
0 Comments