জ্বলদর্চি

কল্লোলিনী কলকাতা/অজিত মিশ্র

কল্লোলিনী কলকাতা
অজিত মিশ্র 

রাত তিনটে চারটে হবে, করিডর শুনশান, হাসপাতালে সেমিনার হলে
পাঠ্য বই পড়তে পড়তে ডাক্তারির ছাত্রীটি আলগোছে ঘুমিয়ে পড়েছে
যেমন ফুলের ঘুম ভাঙিয়ে, ফুলের ঘাড় মটকে দেয় ফুলচোর রাতে
তেমনই মেয়েটির মুখ চেপে ধরল অমানুষ থাবা
গলায় সাঁড়াশি চাপ, মৃত সেই মেয়েটির ভেঙে ফেলল গোপন দরজা
অন্ধকারের প্রেত অন্ধকারে পালাবার আশ্চর্য প্রশ্রয় পেয়ে গেল

এখন রাস্তায় ভিড়, মোমবাতি মিছিলের মিহি আলো, "হোক প্রতিবাদ"

অভয়া নির্ভয়া কাদম্বিনী মেয়েটিকে যা খুশি তোমরা আজ বলো
কলকাতা — আহা আমাদের কলকাতা— এতদিন পর
কল্লোলিনী তিলোত্তমা হল।

🍂

Post a Comment

0 Comments