কৃষ্ণা গায়েন
নবজাগরণ
আজ এই বিষন্ন সন্ধ্যায়
প্রকৃতির কুয়াশা ভেজা চোখ;
মেলে ধরে অব্যক্ত বেদনা।
ছাই হয়ে মিশে আছে কন্যা তার মাটির গভীরে।
জনরোষে উত্তাল দেশ
আছড়ে পড়ে উন্মত্ত গর্জনে
বিচার চায় নৃশংস মৃত্যুর।
প্রতিবাদী তিলোত্তমা, প্রাণ দিয়ে সূচনা করলো এক নবজাগরণের।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলল মানুষ রাজ্যের প্রতিটি প্রান্তে।
বহুদিন পর শুরু হল নবজাগরণ।
মানব সমাজ রাজপথ পরিক্রমা করে জলন্ত মশাল তুলে দেয় অকাল শোকে
মূহ্যমান কন্যা হারা জননীর হাতে।
নবজাগ্রত মানব সমাজ এগিয়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে।
🍂
তিলোত্তমা
তোমার জন্য হাজার বন্ধু পথকে ফেলেছে ঘিরে,
ন্যায় বিচারের আওয়াজ উঠেছে সকলের ঘরে ঘরে।
পশুর অধম মানুষ ক 'জন নিজেরাই করে মানুষ হনন
শ্বাপদ দন্ত খুঁজে ফেরে আরও শিকার অন্ধকারে।
এই প্রতিবাদ ধংস করুক অন্ধকারে র কালো
তবেই জ্বলবে মঙ্গল দীপে নতুন প্রাণের আলো।
গর্জন
মানুষের কত জোর! এ কথা
ভাবতেই ভুলে গেছি।
তিলোত্তমা র মৃত্যু দেখালো
এক সাথে সব আছি।
রাজ্য জুড়েই হাঁটছে মানুষ
তুলছে গলার স্বর,
এগিয়ে আসছে গর্জন মুখে
জাস্টিস ফর আর জি কর।
অনেক দিনের পর;
নবজাগরণে জেগেছে মানুষ
শাস্তি র নাই ডর।
হিংস্র আঘাতে রক্তে ভেসে ছে
নির্যাতিতা র চোখ।
বিশ্বজুড়ে ই ওঠে গর্জন
0 Comments