জ্বলদর্চি

প্রেমকাব্য-৩৭ তম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি

প্রেমকাব্য
৩৭ তম পর্ব

মঙ্গলপ্রসাদ মাইতি

বাতাসে কাঁপা পাতার মতো তোমার ভালোবাসা আমার বুকে শিহরণ তোলে, সাগর তরঙ্গের মতো হৃদয়কে আন্দোলিত করে, আমার অনুভূতির দুয়ারে নিয়ে আসে ভালোবাসার অফুরন্ত জোয়ার। তোমার এই অমোঘ ভালোবাসায় আমি এক অদ্ভুত সুখ অনুভব করি, মাতন ধরায় মনের মাঝারে, বৃষ্টি ধারার মতো শুনি তার অপূর্ব কলধ্বনি। বসন্তে ফোটা ফুলের মতো তোমার ভালোবাসা আমার প্রাণে সুরভি ছড়ায়, আমার অন্তরকে রাঙিয়ে যায়, অপরূপ লাবণ্যে লাবণ্যময়ী করে। স্বপ্নের মতো তোমার ভালোবাসা আমাকে সর্বক্ষণ ছেয়ে রাখে, তার শীতলতা অনেক আরাম এনে দেয়, আনন্দ নিয়ে আমি বেঁচে থাকি। জানি শত কাজের মাঝেও বারবার মনে পড়বে তোমার কথা, তোমার মুখ প্রতিনিয়ত ভেসে উঠবে আমার মনের আয়নায়, তোমার মধুর সঙ্গ পেতে চাইবে আমার তৃষিত হৃদয়, আমার আকুল নয়ন দুটি বার বার তোমাকে খুঁজবে, আঁতিপাতি করে খুঁজবে-কিন্তু এটাই সত্যি তোমাকে এখন কাছে পাবই না, এতটাই দূরে থাকো তুমি তোমার দেখা পাব না আমি। একই দশা হবে তোমারও-তুমিও আমায় কাছে পেতে চাইবে, কিন্তু পাবে না আমায় আমার মতো বিরহ ব্যথা গ্রাস করবে তোমাকেও-এত কষ্টের মাঝেও এইটুকু সুখ–আমি জানব তুমি আমার আছো, আমি তোমার আছি। 
তোমার সাথে আড়ি! ভাবলে কী করে একথা? চিরজনমের যোগ তোমার সাথে, হৃদয় তোমার সাথে বেঁধেছে ঘর সেই তোমাকে ভুলতে পারি? ভাবলে কী করে একথা! তুমি বেণী দুলিয়ে যখন আসো, হাওয়াতে ভেসে যায় শাড়ির আঁচল আমি তোমার মধ্যে দেখি আমার ভালোবাসার পরীরানিকে-সেই তাকে দূরে সরিয়ে রাখব ভাবলে কী করে একথা! তোমার কপালের টিপ সকালের রাঙা সূর্য, তোমার মুখের হাসি প্রস্ফুটিত গোলাপ—আমি তোমার মধ্যে পাই খুঁজে পাই খুশির মাণিকধন, সেই তোমার প্রাণে ব্যথা দেব ভাবলে কী করে একথা! আড়ি নয়, অভিমান নয়-তোমার সাথে ভাব শুধুই ভাব। তোমার মধ্যে যে অনুপম নদীটা বয়ে চলেছে তাকে আমি বড্ড ভালোবাসি, তার সাথে আমার জনম’ভর সখ্যতা –তাকে ইচ্ছেমতন ছোঁব - তার স্রোতে সাঁতার কাটব, নাও ভাসাব এটাই স্বাভাবিক, কেউ নিষেধ করলে শুনছে কে? তুমি ভালোমতই জানো আমি তোমার জলে যে কোনো মুহূর্তে ডুবে মরতে পারি, আমি তোমার সঙ্গে কখনোই আড়ি করতে পারিনা, শুধু জমাতে পারি ভাব। সেই ভাব সখ্যতার, বন্ধুত্বের আর অসীম ভালোবাসার-আমি তোমার টানে ভেসে ভেসে চলে যাতে পারি দূর-অজানার আনন্দময় জগতে-যেখানে মুক্ত আলোর ঝরণা ছোটে, নীলপরীরা খেলে বেড়ায়, নেচে বেড়ায়, যারা গল্প শোনায় কেবলই ভালোবাসার।
   শুরু থেকে সীমান্ত তোমাকে আমি ভালোবাসার ডোরে বেঁধে রাখতে চাই এই অঙ্গীকারেই আমার পথ চলা, তোমাকে এত আপন করে নেওয়া, তোমাকে সর্বক্ষণ কাছে কাছে রাখা। এই অঙ্গীকারেই হৃদয়ের পরতে পরতে এত কথার মালা গাঁথা, কবিতার এত আখর সাজানো, স্বপ্নের মোহময় বাসর রচনা। আমার সীমা টপকে কোথায় পালাবে তুমি? আমি তা কখনোই হতে দেব না। সবকিছুরই সীমা আছে, কিন্তু ভালোবাসার কোনো সীমা নেই। আর সীমা নেই বলেই ভালোবাসা এত রমণীয়, এত তার মাধুর্য। ভালোবাসা চোখে দেখার জিনিস না, অনুভূতির বিষয়। অনুভূতি দিয়েই এর ব্যাপকতা বুঝে নিতে হয়। ভালোবাসা আকাশের মতো অন্তহীন, সাগরের মতো অতল, গভীর। আমি তোমার মধ্যে দেখেছি সেই সীমাহীন ভালোবাসার অনন্য রূপ, পেয়েছি তার রহস্যময় ছোঁয়া। আমি যখন তোমার দিকে তাকাই অন্তহীন ভালোবাসার অস্তিত্ব অনুভব করি, উচ্ছলা-চঞ্চলা বেগবতী এক আলোকিক নদীকে প্রত্যক্ষ করি- যে শুধু সাগর মোহনার দিকে এগিয়ে যেতেই জানে।

   তুমি আর সবার মতো নও; তোমার এই অনন্যতাই আমাকে তোমার দিকে টেনে নিয়ে গেছে, আমার ভালোবাসার মন্দিরে তোমাকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছি, তোমার হৃদয়ে তুলে দিয়েছি আমার প্রেম-পূজার অর্ঘ্য। তুমি যেমন মিষ্টি তেমনই অনিন্দ্য-সুন্দর, তাই নিজের অজান্তেই আমি যেন কখন তোমার জন্য আত্মহারা হয়ে যাই, তোমার মধ্যে খুঁজতে থাকি ভালোবাসার মুক্তো; তোমার সান্নিধ্যে এসে আমি তা পেয়েও যাই, তোমার স্পর্শ আমাকে মোহিত করে দেয়, তুমি যে সত্যিই অপরূপা তার টের পাই। এক এক সময় মনে হয় আমার জন্যই বুঝি তোমার সৃষ্টি হওয়া-আর এই সুন্দর সৃষ্টিকে বুকের কোণায় ধরে রাখতে না পারলে বুঝি শান্তি নেই আমার।

🍂

37th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


Your love trembles in my chest like a leaf trembling in the wind, my heart moves like the waves of the sea, the endless tide of love brings me to the door of my feelings.  In this unconditional love of yours, I feel a strange happiness, in the middle of my mind, I hear its wonderful murmur like a torrent of rain.  Like a flower blossoming in spring, your love spreads fragrance in my soul, makes my heart red, makes me beautiful with its wonderful beauty.  Your love, like a dream, haunts me all the time, its coolness brings a lot of comfort, I live with joy.  I know that in the midst of hundreds of works, your words will be remembered again and again, your face will always float in the mirror of my mind, my thirsty heart will want to have your sweet company, my anxious eyes will look for you again and again, but I will not find you now.  Stay so far you won't see me  The same will happen to you - you will want to get close to me, but you will not get me. The pain of separation will consume you like me - so much happiness in the midst of so much suffering - I will know that you are mine, I am yours.
  Listen to you!  What do you think?  Eternal yoga with you, the heart is tied to you, the house can forget you?  What do you think!  When you come waving the braid, the hem of the sari floats in the air. I see in you the fairy of my love - how can you think that I will keep her away!  The tip of your forehead, the red sun of the morning, the smile on your face, the blossoming rose — I find in you the jewel of happiness, how can you think that it will hurt your soul!  Not eavesdropping, not arrogance ভাব just thinking with you.  I love the incomparable river that flows in you, my lifelong friendship with it - I touch it as I wish - I will swim in its current, it is normal to float, no one listens if someone forbids it?  You know very well that I can drown in your water at any moment, I can never eavesdrop on you, just think.  That feeling of camaraderie, friendship and infinite love I float in your pull so that I can float in the far-unknown blissful world-where the fountain of free light flows, the blue fairies play, dance, who hear stories only of love.
 From the beginning, the border, I want to keep you tied in the rope of love.  It is in this promise that so many words are woven in the layers of the heart, so many endings of the poem are arranged, the composition of dreams is enchanting.  Where will you escape beyond my limits?  I will never let that happen.  Everything has limits, but love has no limits.  And because there is no limit, love is so beautiful, so sweet.  Love is not a matter of seeing with the eyes, it is a matter of feeling.  Its extent is to be understood through feeling.  Love is endless like the sky, abyss like the sea, deep.  I have seen in you the unique form of that boundless love, I have received its mysterious touch.  When I look at you, I feel the existence of endless love, I see a lush, fast-moving river of light - which only knows how to move towards the estuary.

 You are not like everyone else;  It is this uniqueness of yours that has drawn me to you, I have established you separately in the temple of my love, I have placed in my heart the offering of my love-worship.  As sweet as you are immaculately-beautiful, so when I am unknowingly lost to you, I keep looking for the pearl of love in you;  When I come near you, I get it, your touch fascinates me, I feel that you are really unique.  At one time it seems that I understand your creation for me - and if I can't hold this beautiful creation in the corner of my chest, I understand that I have no peace.

Post a Comment

0 Comments