অপর্ণীতা ভট্টাচার্য্য
বিবেকানন্দ স্মরণে
হে অকুতোভয়,
হে বীর, হে পরমপ্রাণ,
নেমে এসো আবার,
এই বাংলায়, এই দেশে,
এই 'দশে',
এসো গৈরিক বেশে,
রঙ নিয়ে খেলা নয়,
মিলিয়ে দাও সব রঙ,
এসো মননে, চর্চায়,
এসো অন্তর্দহনে,
আমার নয়, তোমার নয়,
এসো আমাদের মাঝে,
বীজমন্ত্র বপনে,
অপেক্ষায় শতাব্দী,
করজোড়ে প্রতীক্ষায়...
এসো হে বীর, এসো হে অকুতোভয়।
প্রতীতি
স্বপ্ন দেখেছি, কুয়াশার ওপারে,
জেগে ওঠা দিনের।
স্বপ্ন দেখেছি, প্রতি রাতে,
জেগে ওঠার দিনের;
এখনও রাত বাকি না'কি -
হিসেবে রাখিনি,
সূর্য ওঠা দিন আসবে কিনা-
পঞ্জিকায় দেখিনি,
বিশ্বাস রেখেছি,
কখনো দীর্ঘ রাত হলেও,
সকাল হয়, অমাবস্যা লুকায়,
বিশ্বাসে জেনেছি,
অন্ধকারের সব অদৃশ্য রেখা -
মুছে গিয়ে সব উজ্জ্বল রেখা -
পৌঁছে দেবে, অথবা -
রাস্তা বানাবে আগামী যাত্রার;
স্বপ্ন দেখেছি, বিশ্বাস রেখেছি,
নয়তো জীবনে পিছিয়ে রাখা -
যত টান, পিছিয়েই রেখেছে -
সব অগ্রযান,
রথের রশি টানার হাত কই,
দৃশ্যপটের ছায়া সব -
বিছিয়ে রেখেছে ফাঁদ অথবা -
ফাঁস এক, যে পথে শুধু গড্ডলিকা,
ভেসে বেড়ায় লক্ষ্যহীন,
স্বপ্ন দেখছি, বিশ্বাসে রয়েছি,
আজকে অথবা কাল, অথবা
কয়েকটা দিনের পর -
এক ঝাঁক আলোকরেখা দেখাবে পথ।
🍂
এক পেয়ালায় ফেরা
শহরের উষ্ণ থেকে উষ্ণতর দিন,
গলি পেরিয়ে যাওয়া ক্লান্ত পায়ের শব্দ,
গর্জনে ছুটে যায় যন্ত্রযান,
তপ্ত দুপুরে আকন্ঠ ক্লান্তি আর -
আর খুঁজে ফেরা সব স্বস্তি।
এমনই দিনে ছড়িয়ে থাকা সব -
ভালবাসারা আসুক দল বেঁধে,
ছন্নছাড়া বন্ধুরা ফিরুক গুটিগুটি পায়ে,
বাইরে নামুক বিকেল, পোড়া তাপের ক্লেশ,
উষ্ণ চায়ের পেয়ালায় সাঁঝবেলার আবেশ।
কোণঠাসা মানুষ
কোণঠাসা মানুষেরা আছে,
কোন কোণে নয়,
আমাদের মধ্যে,
লুকিয়ে নয় -
নজরের সামনেই;
শুধু দেখা যায় না,
উজ্জ্বল আলোর ঝলকে,
তাদের কথা চাপা পড়ে,
হট্টগোলের হুল্লোড়ে;
কোণঠাসা মানুষেরা আছে,
আমাদের পাশে, কাছেই,
কোণ নয়, মূলবিন্দুর দিকে-
আসবে তারা এগিয়ে,
শত শত পায়ের শব্দ, ঐকতান -
নিস্পন্দ হবে হুল্লোড় সব,
ফেলে রাখা রাজার সাজ,
আর ভূপতিত তাজ,
পরিহাসের তাজা মণ্ডপ,
হট্টগোলের শব্দ- মঞ্চ,
পরিত্যক্ত হবেই সেদিন,
কোণঠাসা মানুষেরা আছে কাছেই...
আর তাদের পদধ্বনি স্বল্প-দূর,
অপেক্ষায় আছে অল্প-বিরাম...,
নিজস্বী নয়, নিজের করে চাই
এক মুহূর্তে বিশেষ,
অথবা নিঃশেষ হয়ে ওঠা -
দিনের একটা সময় -
এক টিপে হয়ে যাওয়া -
যে ঝকমকে নিজস্বী,
দেওয়ালে ছবি রেখে,
পোষ্টার হয়ে যাওয়া -
' ভালবাসা ' নয়;
চাই তোমাকে একান্ত,
একান্তে, গভীরে - অন্তরে,
নিজস্ব অন্দরে, অলিন্দে,
সপ্তপদে হাঁটবো সঙ্গে,
সাতের গুণিতকে -
সাত - সতেরো কথায়,
খুঁজবো না মোটেই -
সমাজ -মাধ্যম বিজ্ঞাপনে।
0 Comments