ক্লিক করে দেখে নিন 👇
রূপম ইসলাম : বাংলা গানের জগতে জনপ্রিয় নাম। তাঁর গানের ধরন : বাংলা রক। তিনি লেখক, গায়ক, সুরকার, গীতিকার। তাঁর গানের দল ফসিলস্। মুক্ত স্বাধীন চিন্তাভাবনার মানুষ রূপম।
অনুপ রায় : প্রখ্যাত চিত্রশিল্পী। প্রচ্ছদশিল্পী। কার্টুনিস্ট। তাঁর আঁকার ধরন স্বতন্ত্র। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় চিত্রশিল্পী হিসাবে কাজ করেছেন। সহজ সরল প্রাণখোলা মানুষ।
ঋত্বিক ত্রিপাঠী : জন্ম ১৯৭৭। উল্লেখযোগ্য কবিতার বই ‘জ্যোতিবাবু ও তুমি' (প্রকাশনা/১৯৯৯) 'ঝড়ের পাখিকে আত্মকথা' (জ্বলদর্চি /২০০৬), 'কীলক লিপিতে ভূমি ও ভূমা'(সিগনেট /২০২৪) গদ্যগ্রন্থ- লিটল ম্যাগাজিন অন্তর বাহির (২০২০), লিটল ম্যাগাজিন : উদ্বর্তনের ইতিবৃত্ত (২০২৪)। ২০০৩ সালে আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসাবে যুক্ত হন। ২০০৫ সাল থেকে স্কুল শিক্ষক। সম্পাদক : জ্বলদর্চি।
🍂
0 Comments