৪৯তম পর্ব
মঙ্গলপ্রসাদ মাইতি
অনাবিল হাসির মায়ায় রেঙে উঠেছিলে তুমি, তোমাকে তখন কী ভালোই যে লাগছিল তা বলার নয়, কোনো ভাষাতেই বোঝানোর নয়-তুমি যে এক আশ্চর্যরকমের সুন্দর হয়ে নিজেকে আপন মহিমায় মেলে ধরেছিলে এইটুকুই বলার। কেন জানিনা দিন দিন প্রতিদিন তুমি দারুণভাবে সুন্দর হয়ে উঠছো আমার কাছে, তোমার শরীরের লাবণ্য যেন সোনা রোদের মতো নতুন করে ঝলমলিয়ে উঠছে, তোমাকে দেখে আমার দু’চোখ আনন্দিত, মন আহ্লাদিত। এখন মনে হয় তুমি আরো নিবিড় আমার কাছে, আরো আপন আমার কাছে-এই তোমাকে পাবার জন্য কত আকুল হয়েছি, ব্যাকুল হৃদয় নিয়ে কত সময় আমার পেরিয়ে গেছে – মন বলছে ভুল আমি করিনি, আমি যথার্থ সুন্দরকেই ভালোবেসেছি।
তুমি দূরে থাকতে পারো - আমি পারিনা, আমি যাকে ভালোবাসি, হৃদয় দিয়েই ভালোবাসি-অন্তরের সবটুকু প্রেম ঢেলেই তাকে আপন করে নিই, বুকের গভীরে তারজন্য স্থায়ী আসন পেতে রাখি। তুমি দূরে থাকলেও আমি পারিনা, তোমার জন্য নিরন্তর এক ভাবনা আমার মনের মধ্যে কাজ করে, তোমার আঘাত পেয়েও তোমারই জন্য পরাণ আমার কাঁদতে থাকে, আমার দু’চোখ তোমাকে নিয়েই স্বপ্ন আঁকে, আমার যা কিছু ভালোলাগা তোমাকে ঘিরেই আবর্তিত হয়।
🍂
এখন আর তোমাকে একটুও দূরের মনে হয় না, মনে হয় তুমি আমার বড়ো কাছের জন, হৃদয়ের একেবারে সন্নিকটে অবস্থান করছো। যখনই ডাকি তখনই তোমার সাড়া পাই, তোমার ছোঁয়া পেতে চাইলে ছোঁয়া দাও, তোমার হাতে হাত রাখতে চাইলে কোনরকম কিন্তু না করে হাত বাড়িয়ে দাও, আমার কথা খুব মন দিয়ে শোনো তুমি, আমার কষ্টের ভাগীদার হও, আমার সুখে তুমি নিজে উত্ফুল্ল হও। একেবারে আত্মার আত্মীয়ের মতো আমি কী বলতে চাইছি তা তুমি বুঝে নাও, আমি কী পেতে চাইছি তা দেবার জন্য ব্যাকুল হও-এককথায় আমাকে সুখী করার জন্য তোমার সাধ্যমতো চেষ্টা তুমি চালিয়ে যাও-আমি কষ্ট পাই তা তুমি মোটেও চাও না। আজকাল তুমি যেন আমার ছায়াসঙ্গী হয়েছ-আর আমারও কী হয়েছ দেখো আমিও তোমাকেই কাছে কাছে পেতে চাই সর্বক্ষণের সঙ্গী হিসাবে।
তুমি এলেই বুকের মধ্যে স্বপ্নবৈভব, মুখে একরাশ স্বচ্ছ হাসি, সুগভীর আনন্দলোকে খুশিমতন হারিয়ে যাওয়া, হৃদয়মন্দিরে দ্রিমদ্রিম রবে কাঁসর, ঘণ্টা একযোগে বেজে ওঠা। তুমি এলেই সব দু:খ ভুলে যাওয়া, সব গ্লানির শেষ, সব অভিমান মুছে যাওয়া, সব ব্যথা-যন্ত্রণার অবসান, সব কষ্টের পরিসমাপ্তি। তুমি এলেই মন সবুজ, অন্তর-আকাশে রাঙা মেঘের ভেসে চলা, প্রাণে হাজারো ফুলের ঘ্রাণ, দূর গগনে স্নিগ্ধ চাঁদের হাসি, চিত্তমাঝে নদীর ছলাত্ ছলাত্ ঢেউ, চেনা-অচেনা নানান পাখির কলকাকলি। তুমি এলেই নতুন করে বেঁচে ওঠা, একফালি রোদের লুটোপুটি, অফুরন্ত বিশ্বাস-ভরসা-আস্থা, চোখের সামনে ভালোবাসার সমুদ্দুর। আমাকে পাশে পেলেই তুমি ঘুমিয়ে পড়ো শান্ত হয়ে, নির্বিকার চিত্তে পাড়িজমাও অনন্ত ঘুমের দেশে- আমার ঘুম আসে না, আমি জেগে বসে সতৃষ্ণ নয়নে দেখতে থাকি তোমাকে, শুধু তোমাকেই। সকালের নরম রোদের মতো তোমার সারা অঙ্গ থেকে ঝরে পড়ে অনবদ্য রূপের ঝলক, নদীর ঢেউয়ের মতো অবিরত দোল খায় তোমার বুকের অনুপম উপত্যকা, নিদ্রিত আঁখিপল্লবে খেলা করতে থাকে এক স্বপ্নিল মায়া, ঠোঁটের দুটি কোণায় বিরাজ করতে থাকে এক স্বর্গীয় স্নিগ্ধতা, নাভি থেকে জানুপ্রদেশ জুড়ে সে এক আশ্চর্য সুন্দর রমণীয় সৌন্দর্যের দ্যুতি আমাকে মাতাল করে দেয় যেন। মুগ্ধ হৃদয় নিয়ে আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি সেই অপরূপ সৌন্দর্য লালিমার সাজানো ডালি, এ দেখা যেন শেষই হতে চায় না আমার। প্রাণভরে আমার ভালোবাসা উপুড় করে ঢেলে দিই তোমার পা থেকে মাথা অব্দি।
তোমার যা বলার আমি তা শুনেছি-এবারে আমি বলি, আমারটা শোনো। তুমি হলে সেই ফাগুনবেলার গান-যার সুরে বনে ফুল ফোটে, পলাশ পাপড়ি মেলে বাহারি রঙে, কৃষ্ণচূড়া-শিমুল বৃক্ষরাজি নবপত্র-পুষ্পে সুশোভিত হয়, কোকিলের কন্ঠে শোনা যায় কুহুকুহু তান। তুমি হলে সেই অলস দুপুর, নিঝুম মধ্যাহ্নকাল – যার আবেশ চোখে তন্দ্রা আনে, স্বপ্ন জাগায় মনের গভীরে। তুমি হলে সেই বর্ষলি নদী যার ঢেউয়ের দোলায় ভিজে যায় শুখা বালুচর, হৃদয়ে বান ডাকে, প্লাবিত হয় অন্তরভূমি। তুমি হলে সেই সুনীল আকাশ যার দিকে তাকিয়ে আমি পাগল হতে পারি, ইচ্ছে মতন মেলে দিতে পারি ভালোবাসার ডানা।
তুমি যে কী আমার কাছে সেই অনুভূতিটাই তো এখনো ভাষায় প্রকাশ করে উঠতে পারিনি। আর তারই জন্যে এত আকুলতা, এতখানি হৃদয়ের আবেগ! এইটুকু বুঝি – তুমি আমার কাছে এক আশ্চর্য ভালোলাগা, এক আশ্চর্য সুখের ঢেউ! তুমি এসে দাঁড়ালে কাছে আমার ভুবন রঙে রঙে রঙিন হয়ে ওঠে, চেতনার জমিতে ফোটে হাজার আলোর ফুল, দু’চোখের স্বপ্নেরা ভাষা পায়, প্রাণ পায়, তোমাকে ঘিরে অনবদ্য এক সুন্দরের জগত সৃষ্টি হয়। তুমি আমার কাছে ভালোর থেকে আরও ভালো কিছু, সুন্দরের থেকে আরও সুন্দর কিছু, তুমি এক আলৌকিক মায়া, অনন্য এক জাদুর কাঠি। তুমি মরণ – তুমি বাঁচন বিরহে মিলনে তুমি অচ্ছেদ্য বন্ধন।
49th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
You were engrossed in the magic of Anabil's laughter, not to say what you thought was good then, not to express in any language - to say that you matched yourself in your own glory by being an amazingly beautiful person. Why don't you know that day by day you are becoming very beautiful to me, the beauty of your body is shining like a golden sun, my eyes are happy to see you, my mind is happy. Now it seems that you are closer to me, closer to me - how eager I am to have you, how much time has passed for me with a desperate heart - the mind says I did not make a mistake, I have loved the true beauty.
You can stay away - I can't, I love the one I love, I love him with all my heart - I embrace him with all my heart's love, I keep him in my heart to get a permanent seat for him. Even if you are far away, I can't, a constant thought for you works in my mind, even after your injury, Paran keeps crying for you, my two eyes draw dreams about you, whatever I love revolves around you.
You no longer feel a little distant, you seem to be very close to me, very close to my heart. I get your response whenever I call, touch me if you want to touch me, raise your hand if you want to hold my hand in any way but don't listen, listen to me very carefully, be a partner in my suffering, rejoice in my happiness. Absolutely like a soul mate, you understand what I mean, you desperate to give me what I want to get - in a word, you try your best to make me happy - you don't want me to suffer at all. Nowadays you seem to be my shadow companion - and look at what has happened to me too, I want to be close to you as my constant companion.
As soon as you arrive, there is a dreaminess in your chest, a clear smile on your face, you are happily lost in the deep joy of happiness, the brass in the heart temple, the bell rings at the same time. As soon as you come, forget all sorrows, end all sorrows, erase all pride, end all pain, end all suffering. As soon as you come, your mind is green, the red clouds float in the inner sky, the scent of thousands of flowers in your soul, the smile of the soft moon in the distant sky, the rippling waves of the river in your heart, the chirping of familiar and unfamiliar birds. As soon as you come, you have a new life, the looting of the sun, the endless faith, the sea of love in front of your eyes. As soon as you find me beside you, fall asleep calmly, in the land of eternal sleep with a calm heart - I can't sleep, I stay awake and look at you with satisfied eyes, only you. Glimpses of impeccable form fall from your whole body like the soft sun of the morning, the unparalleled valley of your chest sways like the waves of the river, a dreamy maya playing in the sleeping eyelids, a heavenly softness prevailing at the two corners of the lips, one from the navel to the knee. The radiance of wonderfully beautiful beauty made me drunk. With a fascinated heart, I touch and see that amazing beauty Lalima's decorated dali, I don't want to see this end. I pour my love upside down from head to toe.
I have heard what you have to say - this time I say, listen to me. If you are the song of that Phagunbela - the melody of which blooms in the forest, the petals of the palash are adorned with colorful colors, the Krishnacura-Shimul tree is adorned with new leaves and flowers, the cuckoo's voice can be heard. If you are that lazy afternoon, silent midday - whose obsession brings drowsiness in the eyes, awakens dreams deep in the mind. If you are the rainy river whose waves sway the dry shelf, the heart beats, the inland is flooded. If you are the blue sky that I can go crazy looking at, I can match the wings of love as I wish.
I have not yet been able to express in words the feeling of what you are to me. And so much anxiety for him, so much emotion of the heart! I understand this - you are a wonderful love to me, a wonderful wave of happiness! When you come and stand near, my world becomes colorful with colors, a thousand flowers of light bloom in the land of consciousness, dreams of two eyes get language, life comes, an impeccably beautiful world is created around you. You are to me something better than good, something more beautiful than beautiful, you are a miraculous maya, a unique magic wand. You are death - you are an inseparable bond between life and death.
0 Comments