কমলিকা ভট্টাচার্য
ভালোবাসা—নিঃশব্দ সুর
তোমার কথার রঙিন ঘুড়ি,
আমার আকাশে উড়ুক নীরবে,
শব্দের বুকে জড়িয়ে নাইবা থাকুক,
ভালোবাসা থাকুক হৃদয়ের ভেতরে।
প্রেম কি শুধুই প্রকাশের ভাষা?
সে তো জন্ম দেয় কবিতার আলো,
একটি ফুলের মতো ফুটে ওঠে,
না হয় নিস্তব্ধ সুগন্ধে গোপনে মাতালো।
তুমি দূরে থেকেও আছো যে কাছে,
ভাবনার মেঘে বৃষ্টি হয়ে ঝরো,
তোমার হৃদয় আমায় ডাকলেই,
আমি আসি ছায়ার মতো, অনুভবে ভরো।
ভালোবাসা কি শুধু ছুঁয়ে দেখা?
সে তো ঈশ্বরের মতো পবিত্র,
যেমন অদেখা আকাশের ছোঁয়া,
তবু অনুভবে, শুদ্ধ-মিত্রতা।
তাই বলি, প্রেম থাক হৃদয়েই,
না বলা শব্দেই হোক তার বাস,
সেখানে জন্মাক হাজার কবিতা,
শব্দহীন সুরে থাক ভালোবাসা।
স্বপ্নের সমীকরণ
কমলিকা ভট্টাচার্য
স্বপ্ন ভাসে সকালবেলার কুয়াশায়,
অস্থির, নরম—তবু সে তো রয় নিশ্চয়।
সময়ের কোলে এক ফিসফিসানি,
আলোয় নাচে এক ক্ষণিক বাণী।
বাস্তব দাঁড়ায় দৃঢ় পায়ে,
গুরুত্ব তার,দেয় মনে করিয়ে।
গুনে চলা পদক্ষেপ ধীরে
তবু স্বপ্ন বলে, "আমায় ছেড়ে বাঁচবি কি করে?"
কোণঠাসা সব মনের কথা,
স্বপ্নে জাগে,পায় সাহসী ব্যাখ্যা।
যদি স্বপ্ন জয় করে কঠিন বাস্তব,
তবু পরাজয়ে ঢের পাওয়ার শব।
বাস্তবের শাসনে চলমান হয়ে
স্বপ্ন মরে নীরবে ক্ষয়ে,
ক্রমে দৃষ্টির আলো নিভে আসে,
জীবন বাঁধে শৃঙ্খল পাসে।
তাই স্বপ্ন দেখো সংশয় ভেঙে,
দৃষ্টির আলো থাকুক রেঙে,
যারা স্বপ্ন দেখে, তারা ওড়ে,
আকাশ ছুঁয়ে থাকুক বায়বীয় মুক্তির দোরে।
The Equation of Dreams
A dream drifts like morning mist,
Fleeting, fragile—yet it must exist.
A whisper lost in time’s embrace,
A vision dancing, light and laced.
Reality stands with measured weight,
A rigid force, a closing gate.
It counts the steps, it draws the line,
Yet dreams dare whisper, “You are mine.”
The mind declares,
Where vision sparks when dreaming dares.
If dreams outshine the weight of truth,
Hope is born, defying proof.
For if we let reality reign,
And dreams dissolve in silent pain,
Our vision fades, the path turns blind,
A life restrained, a caged-up mind.
So dream beyond the walls of doubt,
Let vision burn and cast it out.
For those who dream shall rise and soar,
And touch the skies forevermore.
🍂
ব্যক্তিগত
কিছু খুশি আড়ালে থাক,
কিছু আনন্দ আড়ালে থাক,
কিছু পাওয়া, কিছু চাওয়া,
কিছু ভাবনা না হয় আড়ালে থাক।
কিছু সুখ আড়ালে থাক,
কিছু অসুখও থাক ঢেকে,
কিছু কান্না, কিছু শোক,
কিছু হাসি চাপা থাক চোখে।
কিছু স্বপ্ন থাক নির্জনে,
কিছু ভালোবাসা থাক নীরবে,
কিছু ছোঁয়া থাক স্পর্শহীন,
কিছু কথা থাক না-বলা রবে।
সেগুলো যে একান্ত আমার,
কেউ বঝে না, চেষ্টাও করেনা বোঝার
তাই কি দরকার, লোক হাসাবার?
সেগুলো হাটে বেচবার?
সেই স্মৃতিগুলোই আমার রসদ বাঁচবার,
উল্টে পাল্টে দেখি, যখন যেমন দরকার—
কখনো হাসি, কখনো কান্না,
কখনো নিঃশব্দে একা বসে যন্ত্রণা।
সবাই তো দেখবে বাইরের রঙ,
ভেতরের আঁধার বোঝে ক'জন?
এই অনুভূতিগুলো
একান্তই ব্যক্তিগত
ঠিক হাওয়ায় মেশা অক্সিজেনের মত!
ভালোবাসার জরিপ
জানি, সময়ের তালে করতাল বাজে,
জানি, শ্রাবণ শীষে ফোটে না বসন্তের ফুল।
মাঘের মুখে কোজাগরীর মায়া
বৃথা খোঁজা ভেজা নদীর কূল।
তবুও কেন মন চায় ভালোবাসতে?
জানি, নোঙর জানে বৈরাগীর মিতালি,
জানি, রেললাইনের প্রেমে ফাঁকা দূরত্ব।
তবুও কেন মন চায় ছুঁয়ে থাকতে?
হরিণ জানে হরিনাভির সুর
তবু দৌড়ে চলে এক অজানা ঠিকানায়।
মেঘের জরি যখন বুনবে আকাশ,
তুমি সময়ে অসময়ে আসবেনা জেনেও,
কেন মন চায় এক চিলতে রোদে
ছায়ার মতো হয়ে পাশে থাকতে?
জানি, সময় অমূল্য,
জঞ্জালে হারিয়ে যাওয়ার ভয় বড়।
তবুও মন চায় জীবনের ভাঁজে
একটি কবিতা লিখে ফেলতে—
তোমার নাম দিয়ে।
তাই, সব জেনেও মন চায় ভালোবাসতে।
ভালোবাসা কি কখনো
সময়ের কাছে পরাজিত?
সময়ের মাপে ভালোবাসার জরিপ?
অপূর্ণতার পথচলা
অপূর্ণতা আছে, তাই তো
আরও একটা নতুন দিন—
স্বপ্নের কুঁড়ি ফোটার অপেক্ষায়,
অসমাপ্ত গল্পের নতুন অধ্যায়।
পূর্ণতা এলে চিন্তায় মেদ জমে,
অলসতার শ্যাওলা সবুজ হয়ে ওঠে,
গতি হারায় নদীর স্রোত,
জীবন রয়ে যায় স্থবির, নিশ্চল।
পাশ-ফেলের অঙ্কে
সংগ্রহ করি অভিজ্ঞতার ধুলো,
হারানো পথের বাঁকে
নতুন স্বপ্নের আলো।
অপূর্ণতার দংশনেই
জন্মায় প্রতিদিন নতুন কিছু,
বদলায় পুরনো গতিপথ,
আরও ভালো কিছু পাওয়ার তৃষ্ণায়
জীবন এগিয়ে চলে অবিরাম।
ধূর! ভাল্লাগেনা কিচ্ছু ...
আজ দিন হয়নি আমার জন্য,
আলো এলো, ছায়া এলো, কিন্তু তুমি এলে না।
আজ দুপুর আসেনি আমার জন্য,
রোদ পোড়ালো শরীর, কিন্তু মন রইল ঠান্ডা শূন্যতায়।
আজ বিকেল হয়নি আমার জন্য,
হাওয়া বইল, পাতারা কাঁপল, তবু থামল না হৃদয়ের কাঁপন ।
আজ সন্ধ্যা নামেনি আমার জন্য,
আকাশে রঙ বদলালো, তবু আমার চোখের রং রইল ফিকে।
পুরো একটা দিনের নির্জীব জড়তা,
সময় থমকে গেল, অথচ পৃথিবী চলে গেল বহুদূর।
মনোরম মিষ্টি সুগন্ধ মেডিটেশন
অবশ করেছে আমার চিত্ত,
অনুভবে ছোঁয়া
ছাড়া সবই যেন অর্থহীন বিস্মৃতি।
মায়াসরণীতে এ কোন অভিসার?
তোমাকে দেখিনি তাই,
জীবন থেমে আছে অপার্থিব
অভ্যাসযোগে
তোমার এক ঝলক হাসি, একটুখানি ছোঁয়া,
বদলে দিতে পারত আমার সমস্ত দিন
একি স্বাভাবিক আক্ষেপ
নাকি, আত্মপ্রলাপ অনর্গল!
যাই হোক ,একটা পুরো দিন কেটে গেল কেমন জানো শুধু শুধু!!
ধূর! ভাল্লাগেনা কিচ্ছু ...
চাই আর চাইনা
কমলিকা ভট্টাচার্য
চাই আর চাইনা—
ভাবনায় দুটির অর্থই এক,
চাই-এর ভাব স্পষ্ট,
আর চাইনার ভিতর লুকোনো এক গভীর চাই।
চাই-এর পূরণে জন্ম নেয় নতুন চাই,
চাই-এর অপূরণে জেগে ওঠে অসংখ্য চাইনা।
চাই-এর খোঁজে বিলীন হয় আরেক চাওয়া,
আর চাইনার গভীরে লুকিয়ে থাকে চাওয়ার প্রভুত্ব।
আমার কোনো চাওয়া নেই,
শুধু চাই আর চাইনার মাঝখানে
চাই খোঁজার দাসত্ব!
Desire and Denial
Desire and denial
two sides of the same thought.
Desire stands bold and clear,
while denial hides a longing within.
Fulfilled desires give birth to more,
unfulfilled ones weave a web of refusals.
One longing fades in search of another,
while denial bows to the unseen thirst.
I have no wishes of my own,
only the slavery of seeking—
0 Comments