জ্বলদর্চি

আজকের দিন (১৬ আগষ্ট)/ রুম্পা প্রতিহার

আজকের দিন (১৬ আগষ্ট)/ রুম্পা প্রতিহার


আজ, পরম পুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণের প্রয়াণ দিবস। জনপ্রিয়  লোকশিক্ষক।সহজ সরল বাংলা ভাষায় উপমা ও নীতি-কাহিনির মাধ্যমে ধর্মোপদেশ দান করে গেছেন।

আজ, রবীন্দ্র সমসাময়িক  যুগের মহিলা কবি গিরিন্দ্রমোহিনী দাসীর প্রয়াণ দিবস।ইনি সহজ সরল ভাষায় গ্রামের দৃশ্য, কলকাতার অন্তঃপুর ইত্যাদি বিষয়ে কবিতা লিখে গেছেন।

১৯৪৬ সালে আজকের দিনে কলকাতায় বীভৎস সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছিল। 

আজ, ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস। ২০১৫ সালে তিনি 'ভারতরত্ন' পুরস্কারে সম্মানিত হন। 
🍂

আজ,ক্যানাডিয়ান  চিত্র পরিচালক জেমস ক্যামেরনের জন্মদিন। একাডেমি পুরস্কার বিজয়ী এই পরিচালক মূলত অ্যাকশনধর্মী ও বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত। অবতার, টাইটানিক, টারমিনেটর, টারমিনেটর-২, এলিয়েনস ইত্যাদি তাঁর সব বিখ্যাত সিনেমা।

আজ, কিংবদন্তি মার্কিন রক সঙ্গীতশিল্পী এলভিস প্রেসলির প্রয়াণ দিবস। গত শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়ক। সঙ্গীতশিল্পীদের মধ্যে তাঁর  অ্যালবাম সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

মনীষী কথন :
আজি এ মঙ্গলপ্রভাতে 
স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো
জাগো রে সতেজ উন্নত শোভাতে।(রবীন্দ্রনাথ  ঠাকুর)

Post a Comment

0 Comments