জ্বলদর্চি

রাখহরি পাল ও মলয় জানা-র কবিতা


রাখহরি পাল ও মলয় জানা-র কবিতা 

অতৃপ্তির আগুন
রাখহরি পাল

কার পথ চেয়ে জেগে থাকে খালি হাত
কোনো কিছুতেই ভরে না হাতের মুঠো
চোখে চোখ রেখে জেগে থাকা সারা রাত
তৃপ্তি মোছে না নয়নের তারা দুটো।

সুপ্ত বাসনা বড় বেশি করে চাওয়া
অন্ধের আলো সূর্য ছাড়িয়ে আরো
মাটির ঠিকানা আলো মাটি জল হাওয়া
ঢেউ এসে তবু করে যায় বালি জড়ো।

তৃপ্তির শেষে নাটকের যবনিকা
রথের রশি ধরা থাকে ভুল হাতে।
থামতে জানে না সময়ের পাদটীকা
ঢেকুর ওঠে না ভোজনের শেষ পাতে।

যে ছবি মেলে না বিশ্বের কোনো কিছু
আবদার খানি অমূলক তুলে ধরা
তার আশা করে ছুটে চলা পিছু পিছু
তৃপ্তি মোছে কি নয়নের দুটি তারা?

🍂
ad

একা... একা
মলয় জানা 

উঠোন ভরে আলো এলে,
তোর ছায়াটাই খুঁজি।
মধ্যরাতে বন্ধ ঘরে
তোকে খুঁজে ও একা।
শেষ বিকেলের আলো মেখে
কাহার হাতে হাতটি রেখে
সব সীমানা পেরিয়ে গিয়ে
তুমিও কি আজ একা??
তুমিও দেখ আমার ছায়া?
বন্ধঘরে অন্ধকারে 
তুমিও কি আজ একা??

দেশের দেয়াল, দশের দেয়াল 
তোমার দেয়াল, আমার দেয়াল,
আসলে এই মনের দেয়াল!
তাই দুজনেই একা।

বন্ধ ঘরে অন্ধকারে, 
যে যার আসন বাচিয়ে রেখে 
দুইজনাতেই একা।

Post a Comment

0 Comments