জ্বলদর্চি

প্রেম: শরীরী স্বভাব /মলয় জানা

প্রেম: শরীরী স্বভাব
মলয় জানা 

প্রেমের মধ্যে শরীর এলে
বিবাদ বাধে দুই জনাতে।
শরীর কেন দেখবে বল?
ভালোবাসবে হৃদয় থেকে,
শরীর কেন চাইবে বল!!

কবিগুরু,  শেক্ষপীয়র
সবাই কিন্তু ভিন্ন বলেন।
শরীর ছাড়া প্রেম হয় না,
শরীরী বোধ আসাই উচিত।

চন্দ্রাপীড়কে মনে আছে?
বাণভট্টের " কাদম্বরী "?
পত্রলেখার আলিঙগনে
পূর্ণপুরুষ রাজপুত্র,
শরীরী বোধ শূন্য তাদের।
কবিগুরু খেপেই আগুন!
এমনতরো হয় কী করে?
চচন্দ্রাপীড় কি মাংসপিন্ড?
পত্রলেখার অবহেলায়
পাঠক হৃদয় বেদন কাতর।

রামগিরির সেই শিখর চূড়ে
প্রাণ অপ্রাণে বিভেদ ভোলা
ওই যে যক্ষ দাঁড়িয়ে আছে,
প্রেমিক হলে এমনতরো,
তাই তো ভাব মনে মনে??
নীচৈ নামক চৈত থেকে
রমণ গন্ধ সে ও যে পায়!!
মনে পড়ে যক্ষ কথা??

প্রেমের মাঝে শরীর আসে
আসাই উচিত তুমিও জানো।
তবুও কঠিন প্রশ্ন কর,
ইচ্ছে কেন শরীর দেখার?
চাইবে কেন শরীর পেতে??

শীতের শিশির শুকিয়ে দিয়ে
হেমন্তিকার ধ্বজা ওড়ে,
হলুদ পাতা খসার দিনে
দখিন বাতাস মধু আনে।

আসবে কেন দখিন বাতাস??? 
আসবে কেন শরীর কথা???


সিক্ত লিপি

বাতাসে ভাসিয়ে দি ই বুকের জমাট ব্যথা,
আকাশে ডানা মেলে সোনালী চিলের মতো। 
ধানসিঁড়ি বাঁয়ে রেখে
লুপ্ত শিপ্রা খুঁজে 
কেশ সংস্কারধূপ 
কোথাও না পেয়ে
খুঁজে পায় লাল মাটি দেশে।
অপঠিত শিলালিপি ইশারায় ডাকে।
চিলের কানে কানে মৃদুভাষে বলে,
" এইখানে ইতিহাস নীরব নিথর, 
সেই বুকে রেখে যাও বেদন পরশ,
ইতিহাস হয়ে থাকো সুখ ভুলে গিয়ে"।
অপঠিত লিপি জুড়ে আমার চোখের জল
তুমি চিনে নিও।


🍂
ad

Post a Comment

0 Comments