জ্বলদর্চি

সময়ের ছায়ায়/ বাপন দেব লাড়ু

সময়ের ছায়ায়
 
বাপন দেব লাড়ু 

সময়ের ছায়া

সময় চুপচাপ হেঁটে যায়,
ঘড়ির কাঁটা কেবল জানে
কতটা ফেলে এলাম পেছনে—
কতটা আর আসবে না ফিরে।

রোদ্দুরের মতো স্মৃতি পড়ে থাকে
বুকের এক কোণে, ধুলায় ঢাকা,
হয়তো কোনো এক বিকেলে
আবার কাঁপিয়ে যাবে হঠাৎ।



অপ্রাপ্তির ডায়েরি

তুমি যাকে চেয়েছিলে, সে আসেনি,
তুমি যা পেতে চেয়েছিলে, তা হয়নি।
নিভে যাওয়া প্রদীপের নিচে
লুকিয়ে থাকে না পাওয়া কথা।

চিঠির খামে ভরা না বলা স্বপ্ন—
যা কেবল রাতেই সাহস পায়,
দিনের আলোতে গলে যায়
মোমের মতো, চুপচাপ।


🍂
ad


শেষ ট্রেন

স্টেশন খালি, শেষ ট্রেনও চলে গেছে,
আমি দাঁড়িয়ে আছি, অকারণ অপেক্ষায়।
সময়ের হাত ধরে কেউ ডাকে না আর,
অপ্রাপ্তি যেন এখন অভ্যেস।

বসে থাকি, শব্দহীন চিৎকারে,
যেখানে সময় থেমে থাকে না—
শুধু ফেলে যায় কিছু ব্যথার রেখা,
তুমি না আসার মতোন স্থায়ী।



জীবনের খসড়া

জীবন কখনোই ফর্দমতো চলে না,
লিস্টের বাইরে থেকেও কিছুদিন
অসাধারণ হয়ে ওঠে।

মাঝেমাঝে ভুলে যাই,
কোন পথে হাঁটছিলাম—
তবু সন্ধ্যার আলোয় দেখি,
পায়ের ধুলো জমেছে ঠিকই
অজানা অনেক গল্পে।

আমরা সবাই যেন
একটা অসমাপ্ত খসড়া,
যা সময়ের হাতে
রোজ একটু করে ঠিক হয়,
আবার ভুল হয়।



স্মৃতির কুয়াশা

স্মৃতি মানে শুধু মুখ নয়,
গন্ধও থাকে, কুয়াশায় ভেজা পায়রা ডানার শব্দ,
একটা গান, পুরনো জানালার ফাঁক দিয়ে
যা হঠাৎ কানে বাজে—
তখনই ফিরে আসে সেই দিন।

শীতের সকালের মতোই তারা—
ছুঁতে গেলে ফুরিয়ে যায়,
তবু বুকের ভেতর জমে থাকে
চুপচাপ, রোদ না পাওয়া আকাশের নিচে।

বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇

Post a Comment

0 Comments