প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
সেই কবে দেখা তোমার হাসিমুখ আজও আমাকে অনির্বচনীয় আনন্দ-লোকে ভাসিয়ে নিয়ে যায়, তুমি আড়াল হলেই তা মানসপটে জায়গা করে নেয়, তোমার মুখখানি ছাড়া আর কোনো দৃশ্য প্রতিভাত হয়না। চোখ বুজলেই তোমার মুখের অপূর্ব লালিত্য, রহস্যময়তা, রমনীয়তা-মনের পর্দায় অপরূপ সৌন্দর্য নিয়ে দ্যুতি ছড়াতে থাকে, তার দ্যুতিতে আমি রেঙে উঠি - আমার হৃদয়েরযত স্বপ্ন ঝরনার কলরোলে উদ্দীপ্ত হয়। প্রথম দেখা তোমার মুখের সেই লাবণ্যখানি আমাকে গোধূলির রাঙা মেঘের মতো চমকিত করে, শিহরিত-পুলকিত করে, ইচ্ছে করে এই হাসি আমার অন্তরে এইভাবেই অনন্তকাল আলোর মতো বন্দি থাকুক।
মেঘের রক্তিম স্নিগ্ধতা যেমন পৃথিবীর সব রিক্ততা, রুক্ষতা মুছে দেয়, দাবদাহের ক্লান্তি সরিয়ে দিয়ে নিয়ে আসে
একরাশ শান্তি-তেমনই তোমার ছোঁয়া প্রাণের জ্বালা সরিয়ে দিয়ে নিয়ে আসে গভীর আরাম আর স্বস্তি। তোমার ছোঁয়া হৃদয়ের পরতে পরতেছড়িয়ে দেয় এক অপরূপ শীতলতা, এক রমণীয় আবেগে তাকে মথিত করে, তোমার ছোঁয়ায় অনুভব করি এক স্বর্গীয় ভালোবাসা। তোমার ছোঁয়া শীতল মেঘের মতোই চির আরামের, চির শান্তির, চির আনন্দের।
তোমার ছোঁয়া চির সবুজের গান শোনায়, নতুন প্রাণের চারা রোপণ করে, অন্তরমাঝে নিয়ে আসে বৃষ্টির মিষ্টি পেলবতা।
শুধু ভালোবাসায় ছেয়ে রাখতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় কাছে রাখতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় প্রাণের করে নিতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় চোখের তারায় ধরে রাখতে চাই তোমাকে। শুধু ভালোবাসায় স্বপ্ন দেখতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় মূর্তি আঁকতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় গান বাঁধতে চাই তোমাকে শুধু ভালোবাসায় মনের মতো করে সাজাতে চাই তোমাকে। শুধু ভালোবাসায় কথা কইতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় রঙিন করতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় গন্ধ বিলাতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় আলোর কিরণ ছড়িয়ে দিতে চাই তোমাকে। শুধু ভালোবাসায় বাহুডোরে বাঁধতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় ভালোবাসতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় বৃষ্টি হয়ে ভিজাতে চাই তোমাকে, শুধু ভালোবাসায় সর্বক্ষণ প্রেমের চুম্বন আঁকতে চাই তোমাকে।
তুমি চাইলে আমি সারা ভুবন চত্বর পাড়ি দিতে পারি তোমার সাথে, সব কষ্ট, ক্লান্তি, অবসাদ ভুলে অনায়াসে ভাঙতে পারি কঠিন পাহাড়, ডিঙোতে পারি সাত সমুদ্র তেরো নদী। তুমি চাইলে আমি কী-ই না করতে পারি – চাঁদের হাসিটাকেও অনায়াসে ধরে আনতে পারি, ঝরণাকেও অবলীলায় ডেকে আনতে পারি তোমার কাছে,তুমি চাইলে তোমার সামনে এনে হাজির করে দিতে পারি গোটা গন্ধমাদন পর্বত। তুমি চাইলে শঙ্কাকেও হার মানাতে পারি, কাঁটার বেদনা, যন্ত্রণা সয়েও তোমার জন্য আনতে পারি স্বর্গের পারিজাত ফুল। শুধু চাওয়ার অপেক্ষা।
তুমি কাছে এলে রোদ্দুর বলে- আমি এসে গেছি, ফুল বলে-আমি রঙিন পাপড়ি মেলেছি, বাতাস বলে-আমি বইতে শুরু করেছি, নদী বলে-আমি ঢেউ তুলেছি আমার স্রোতে, নৌকা বলে- আমিও আমার তুলে দিয়েছি বাহারি পাল, আকাশ বলে–আমি নির্মেঘ হয়েছি, পেঁজা তুলো মেঘ বলে- আমি আনন্দে এই আকাশের তলে ভাসছি। তুমি কাছে এলে সন্ধ্যার তারারা বলে–আমরা ঝিলমিল করছি, দূর গগনের চাঁদ বলে-আমি ঢেলে দিয়েছি আমার বুকের সবটুকু স্নিগ্ধতা, গাছের পাতা বলে-আমি আরো সবুজ হয়েছি, পাখিরা বলে- আমাদের কন্ঠে ভরেছি গান। তুমি কাছে এলে সবাই খুশি-আমিও তাই আহ্লাদে আটখানা।
🍂
70th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
When you see that smile, your indescribable joy still carries me away, when you hide it takes place in your mind, no other scene is revealed except your face. At the blink of an eye, the wonderful elegance, mystery, elegance of your face, the radiance of beauty on the screen of the mind, shines with its radiance. The beauty of your face at the first sight makes me shine like the red clouds of twilight, thrilled and enchanted, wishing that this smile would remain captive in my heart like the light of eternity.
The crimson softness of the clouds removes all the emptiness, roughness of the earth, and removes the fatigue of burning.
A lot of peace - just like that, your touch removes the irritation of the soul and brings deep comfort and relief. Your touch spreads a wonderful coolness in the layers of the heart, it touches him with a beautiful emotion, I feel a heavenly love in your touch. Your touch is like a cool cloud of everlasting comfort, everlasting peace, everlasting joy.
Your touch hears the evergreen song, planting the seedlings of new life, bringing the sweetness of the rain in the heart.
I just want to keep you in love, I just want to keep you close in love, I just want to make you alive in love, I just want to hold you in love. I just want to dream of you in love, I just want to draw you in love, I just want to sing in love, I just want to decorate you like a mind in love. I just want to talk to you in love, I just want to color you in love, I just want to smell you in love, I just want to spread the light in love
I want you. I just want to tie you in my arms with love, I just want to love you with love, I just want to wet you with rain in love, I just want to draw you a kiss of love all the time in love.
If you want, I can cross the whole world square with you, forgetting all the hardships, fatigue, exhaustion, I can easily break the difficult mountains, I can dingo, seven seas, thirteen rivers. I can't do anything if you want - I can easily bring the smile of the moon, I can call the spring to you easily, if you want I can bring the whole fragrant mountain in front of you. If you want, I can give up my fear, I can bring you the flowers of heaven, despite the pain and suffering of thorns. Just waiting to be asked.
When you come near, the sun says - I have come, the flower says - I have met colorful petals, the wind says - I have started to book, the river says - I have made waves in my current, the boat says - I have also given my bahari sail, the sky says - I am cloudless Happened, combed cotton clouds say- I am floating under this sky with joy. When you approach, the stars of the evening say - we are twinkling, the moon in the distant sky - I have poured all the softness of my chest, the leaves of the tree say - I have become greener, the birds say - our voices have filled the song. Everyone is happy when you come near - so I am happy.
0 Comments