জ্বলদর্চি

কমলিকা ভট্টাচার্য-র কবিতা

কমলিকা ভট্টাচার্য-র কবিতা 

জলঘড়ি

ঘুম পাড়ানো ঘড়ির কাঁটায়
বাঁধা থাকে দুপুরের ভাতঘুম,
চা-এর কাপের ধোঁয়ায় দেখি
মেঘেরা হাঁটে ঘরেতে নিঝুম।

আয়নার পিঠে পেরিয়ে যায় দিন,
ধুলো-কাঁচে একটা ঝাপসা মুখ 
একটা চিরুনি নীরব থাকে,
ভুলে গিয়েও চুলের গন্ধ সুখ।

জলঘড়ি বাজে বুকের ভিতর,
ঢুলতে থাকা শরীরে সময়ের নাড়া।
রাত্রির বাতাস খবর আনে —
তুমি আজও ফেরোনি চেনা সেই পাড়া।

তবু আলো রাখি বন্ধ জানালায়,
হঠাৎ, যদি তোমার ছায়া পড়ে পর্দায়।

🍂


কোয়ান্টাম ফাইল

তোমাকে এত চেয়েও মনে হয় কিছু কম হয়ে যায়
খুঁজতে গিয়ে শব্দ ভাষা কায়দা সব কোথায় হারায়
হৃদয়ের নিঃশব্দ ছাদে ফোটে শব্দহীন ফুল,
যেখানে ভালোবাসার গন্ধে মন যে মশগুল।

তুমি হাঁটলে সময়ও খোঁজে নিজের মানচিত্র,
ছোঁয়াছুঁয়ি খেলায় মত্ত মন পেতে চায় তোমায় মিত্র 
তোমার অনামিকায় বেঁধে দিই এসো ফুলের অঙ্গুটি 
চলো আজ আবার শৈশবের মত ফড়িং ধরতে ছুটি।

ভোরের আকাশে আমি ছড়িয়ে দিই চুমুর চন্দ্রিমা,
তুমি সেখান থেকে খুঁজে নিও আমার লালিমা।
একসঙ্গে চলো পড়ি আজ গোপন চিঠি খুলে,
লিখেছিলাম যা আমরা নীরব চোখের জলে।

তবু প্রেম থাকেনি থেমে, হেঁটেছে হাজারো মাইল
জোড়া থেকেছে অন্তরে
হৃদয়ের কোয়ান্টাম ফাইল।

Post a Comment

1 Comments

  1. দুটোই সুন্দর কবিতা। ভালো লাগলো।

    ReplyDelete