তবুও
আমি আপনার কেউ নই,
আপনিও আমার কেউ না।
আমি থাকি আমার শহরে, আপনি আপনার।
তবুও দিনের শেষে ক্লান্ত বকের মতো যখন ঘরে ফেরেন,
আমার শহর আমাকে জানান দেয়।
জ্বলে ওঠে হাজার আলো।
আপনার রোদ-পোড়া শরীর থেকে ভেসে আসে বেঁচে থাকার গন্ধ।
অন্যদিকে, হাজার মানুষের ভিড়ে আপনি খুঁজে ফেরেন আমাকে, শুধু আমাকে।
জন্ম থেকে জন্মান্তরে,
কত মানুষীর মুখে।
গ্রামে, নগরে, বন্দরে, প্রান্তরে-প্রান্তরে।
চোখ বন্ধ করে খুঁজে দেখুন,
আমি আছি আপনারই অস্তিত্বের শিকড়ে।
অথচ দুজনেই কারোর কিছু হই না,
কিছু হওয়া কখনোই হয়ে ওঠে না।
হতে পারে না...
🍂
মুখোশ
জীবনের বাধ্যবাধকতায়,
হাসি হাসি করে রাখা মুখগুলোয়
অনেক বলিরেখা।
স্বপ্নেরা কবেই ফসিল হয়ে গেছে,
শুকিয়েছে শরীরের ক্লোরোফিল।
ঘন কুয়াশা ভেদ করে,
সূর্যের আলো আর আসে না।
পড়ে না মুখের উপর।
তবুও জীবনের তাগিদে
রং-তুলি নিয়ে বসি।
প্রতিটা দিন...
1 Comments
সুমনার দুটি কবিতাই মন ছুঁয়ে যায়। সুমনা ভালো লেখেন।
ReplyDelete