প্রশ্ন
ভেতর ঘরে জমিয়ে রাখা যত,
বাষ্পভেজা ভালোবাসার আখর।
ঝরিয়ে দেব গোপন সব ক্ষত,
একটা আসুক কালবোশেখী ঝড়।
রাখবো সেদিন ওই বুকেতে মাথা,
সব কটা ঢেউ আসবে আমার বুকে।
অন্দরেতে সেই তো আসন পাতা,
কাঁপবে হৃদয় অলীক এক সুখে।
গভীর গহন উপত্যকা জুড়ে
স্পর্শ সুখে বানভাসি এক আলো,
মন বাগানে হাজার তিতির উড়ে,
ও ছেলে তুই বাসিস আমায় ভালো?
🍂
বৃষ্টিকথা
সোঁদা মাটির গন্ধ পেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম।
থম হয়ে আছে চারপাশ
বৃষ্টিহীন বাতাসে এমন ভেজা মাটির গন্ধ মিশে আছে!
তবে কী দূরে কোথাও ঝরছে মুক্তোদানা?
নাকি আমার মনের ভেতরে জমে থাকা মেঘমালা,
আধার খুঁজে আজ বহমান?
কী জানি??
ভাবতে ভাবতেই হঠাৎ এলোমেলো হাওয়া।
ধাক্কা দিয়ে গেল আমাকে।
আমাকেই কী শুধু?
কিছুক্ষণ সময় নিয়ে শক্তি সঞ্চয় করে হেঁকে ডেকে আলো জ্বালিয়ে
অবশেষে এলো সে।
ঝিরঝিরে নয়, উদ্দাম স্রোতে চারপাশ ভাসিয়ে, ভেসে।
ব্যালকনিতে দাঁড়ালাম ফের।
0 Comments