জ্বলদর্চি

প্রতাপ সিংহ-র কবিতা

প্রতাপ সিংহ-র কবিতা 

এরোপ্লেন


 অনেক রাত্রে মাথার উপর
 বনবন করে ঘুরছে
 একটা জ্বলন্ত এরোপ্লেন—
 স্তব্ধ হয়ে আছে ভাঙা চাঁদ,
 একটা পাণ্ডুর আকাশ 
আমাদের বিছানার নীচে 
একটা অকূল সমুদ্র
হাঁ করে বসে আছে।
কখন এরোপ্লেনটা নীচে পড়বে 
আর তাকে হাঙরের মতো
টপ করে গিলে নেবে সমুদ্র।

🍂


গান 

গান আমাকে শুধু যে 
মুগ্ধ করেছ, তা নয, 
টানতে টানতে আমাকে একটা   
জমজমাট গানের আসরে নিয়ে এসেছে। 
বলেছে গানেই আমার নবজন্ম,
গানেই আমার উত্তর, 
গান আমার ইহকাল পরকাল।
গানের সঙ্গে আমি চব্বিশ ঘণ্টা 
ভেসে বেড়াচ্ছি, এ কূল থেকে ও কূল –
সর্বগ্রাসী গানের সংস্রব থেকে 
আমার মুক্তি নেই!

Post a Comment

0 Comments