জ্বলদর্চি

সুবর্ণা নাগ-এর কবিতা

সুবর্ণা নাগ-এর কবিতা

শূন্য
         

তখন সে বিপ্লবের ধ্বজা হাতে, 
নিবিড় স্বপ্ন বিলাসী! 
আজ দেয়ালে দেয়ালে 
শুন্যের খতিয়ান,
খড়কুটো ধরে বান-ভাসি।

সময় কেমন স্রোত বয়ে আনে,
হাসি-কান্নার ঝড়!
সরীসৃপের লেজ খসে পরে,
শুধু ধর নিয়ে
অলিন্দে বাঁধে ঘর।


অন্যদলের পতঙ্গরা,
সুযোগ লুটে খায়!
আরবি ভাষায় নাটক করে
তিনটি রঙের ঘরে,
মহামারী গেঁথে যায়।।

🍂

অঘোষিত দোষী

নিখুঁত হিসেব রাখেনি সে,
তাই কি অবহেলা?
কতগুলো রাত খরচ করে
পেয়েছে দিনের বেলা!
কত ঘণ্টা বিলিয়ে দিয়ে 
পেয়েছে ক্ষণিক-সাড়া,
ক্যালেন্ডারে দাগ দেয়নি
ছিলো না কোনো তাড়া।
বলেছিল চিঠির বানানে 
ভুল যদি হয়, হোক 
উৎসর্গেই জীবন যাপন
কি বা সুখ বা শোক?

আসলে এখন যন্ত্র যুগ 
একাই মানুষ একশো,
কোলে, হাতে, ঘরে বাইরে 
চলমান বোকা বাক্স।
আজও সে বড়ো হিসেবে কাঁচা,
যোগ বিয়োগ কি করেছে?,
দিতে দিতে নিঃস্ব প্রাণে
সবটাই তো ছেড়েছে।
প্রয়োজন ছিল তাই তো ছিল,
শেষে ঠাঁই ঐ রাস্তায়..
দোষ কারোর নয়,
মেয়েটি নিজেই বিকিয়ে ছিল সস্তায়।

Post a Comment

0 Comments