জ্বলদর্চি

শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত ও সুমিত্রা মাহাত-র কবিতা

শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত ও সুমিত্রা মাহাত-র কবিতা 

শ্যামলশুভা ভঞ্জ পণ্ডিত 

ব্যর্থ

আমি লিখছি না । 
লিখতে পারছি না তাই ।
কিংবা লিখতে ইচ্ছে করছে না আজকাল।
শুয়ে বসে দিন কাটছে আমার
এমনও নয়...
এমনও নয় ব্যস্ত আমি, সময় নেই।
তবু লিখছি না ।
লক্ষ লক্ষ কালো পিঁপড়ের মতো—
অক্ষরের দল, 
এগিয়ে চলেছে সার বেঁধে 
ক্লান্ত সৈনিকের মতো 
আমার চেতনা জুড়ে কোলাহল 
করছে ওরা— 'লেখো লেখো লেখো'
তবু লিখছি না।

কেউ ওদের বোঝাও ...
যা লিখতে চাই,  যা সত্যিই লিখতে চাই 
তা লিখতে পারছি কই !


🍂

সুমিত্রা মাহাত
মেঘরাজ 

রোদে বুক ফাটে, 
অন্তরে জ্বালা—
প্রকৃতি কাঁদে,
পরে দুঃখমালা।

একফোঁটা জল,
করবে শীতল, 
তপ্ত, উষ্ণ, 
এই ধরাতল।

স্তব্ধ প্রকৃতি করে হাহাকার, 
বাঁচবার পথ নেই যেন আর—
এসো মেঘরাজ, ঘন ঘোর রবে,
বর্ষা নিশীথে মিলন হবে।

অসহায় প্রাণী মরে-বেঁচে আছে,
বুদ্ধিমানেরা আমায় ভুলেছে।।

মানুষের হাতে বন্দী আমরা,
আকাশ, বাতাস, মরু, সাহারা,
বুক ফাটা নাদ, মুখ বুজে কাঁদে ;
অর্থের ডোর মানুষকে বাঁধে।
আগে সভ্যতা,পরে তো প্রকৃতি—
এটাই নিয়ম, এটাই নিয়তি, 
ওঠো জাগো আর শান দাও বাণে—
তোলপাড় করো ঘোর আবাহনে, 
অন্যায় সব ধুয়ে মুছে যাক—
পৃথিবীর মাটি পৃথিবীরই থাক।

Post a Comment

0 Comments