জ্বলদর্চি

মৌমিতা চ্যাটার্জী-র কবিতা

মৌমিতা চ্যাটার্জী-র কবিতা 


অস্তরাগে বৃষ্টি মায়া   


হঠাৎ কোনো সন্ধ্যারাগে মেঘ ঘনালে,
জন্মকালীন বৃষ্টি তোমার হাত ছুঁতে চায়।
ভাবছ তুমি পথ ভিজেছে শেষ বিকেলে?
ঘুমভাঙা ভোর সুখ ভেজানোর নিয়ম জানায়।

 ভাবতে গিয়ে খুব পুড়েছে এই অবেলায়,
 নির্জনতায় নির্বাসনের শেষ ঠিকানা।
বন্ধকী কাল স্বীকৃতিহীন মন ঝরোখায়,
কাল কী হবে পথ হারালে? থাক অজানা।

অজ্ঞাতবাস শেষের পথে তুমিও ফিরো,
তুমিও ভিজো সান্ধ্য মায়ার শহর পথে,
আমিই না হয় ধার করে রোজ বারিষ হব,
পলক ছুঁয়ে, বিষণ্ণতার নিঃস্ব রাতে।

🍂


এই তো জীবন


এই তো জীবন ভাসছিল কাল 
খরস্রোতার জোয়ার টানে,
হঠাৎ ভাটায় স্থবির গতি, 
আচম্বিতে স্বপ্ন থামে।

দশক ধরে চলছিল পাল 
মরণ ঝড়ে ওলোটপালট,
ঢেউ এর ঝাপট আগল ভাঙে 
জন্মকালীন শক্ত বুনোট।

এই তো জীবন, বিষাদ দারুণ,
পদ্মপাতায় জল টলমল, 
বেসুর তারে শূন্যতা আর, 
শেষের বেলায় অশ্রুসজল।

এই এত সুখ, ভুল বাহানা 
ঐন্দ্রজালিক ভ্রান্ত কুহক,
সবটা মায়া, যাম ফুরালে,
তার চেয়ে জীবন ইচ্ছে কুড়োক।

Post a Comment

2 Comments

  1. ভাস্কর সেনSeptember 23, 2025

    মৌমিতা'র দুটি কবিতা-ই খুব ভালো লাগলো।

    ReplyDelete
  2. দুটি কবিতাই সুন্দর। ভারি ভালো লাগল পড়ে। আশা করছি, দিনটি ভালো যাবে আজ ! অভিনন্দন রইল কবিকে।

    ReplyDelete