জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ বর্ষা পাল

 গুচ্ছ কবিতা 

বর্ষা পাল
 (অষ্টম শ্রেণীর ছাত্রী, চন্দ্রী চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়, ঝাড়গ্রাম)

 বর্ষা

আমার নামেই আকাশ যেন জাগে,
 রুখু মাটির ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে আজ।
 ভীষণ দহন পেরিয়ে যেমন সুরের খাম্বাজ
 চমকে ওঠে, মাটির বুকে অঝোরে নামার আগে।
পাখির ডানায় স্বপ্ন-আভাস পেতে
 ঝাড়গ্রামের মাটির গন্ধ নাক ভরে নিই বুকে।
 সহজ প্রেমে ডুলুংপারের ধানের গন্ধ শুঁকে
 পড়ি, আঁকি, কবিতা লিখি মানুষ হওয়ার ব্রতে।
নিরালা ভোরে উঠোন প’রে শিউলিগুলি ঝরে,
 গন্ধ যেন স্বপ্ন হয় রোদেলা অন্তরে।
 এমনি করেই গুরুজনের আশীষে, প্রেরণাতে
 আমিও ফুটে উঠতে চাই তেমনই পারি জাতে।


কলিযুগ

বায়ুদূষণ, জলদূষণ, শব্দদূষণ…
 নানারকম দূষণে ক্ষতয় আজ পৃথিবী ভরা।
 শ্যামল ভূমি, সুনীল আকাশ আজকে সৃজন-সারা।
বন-জঙ্গল দেখা যায় না মোটে,
 গন্ডারও তো বিশেষ নেই জলদাপাড়া মাঠে।
 চারিদিকেই হচ্ছে শুধু প্লাস্টিক ব্যবহার,
 করছে না কেউ বিশেষ যত্নে এসব পরিহার।
খাচ্ছে লোকে পিজ্জা, কেক, বান বা বার্গার,
 তাইতো ভুগছে পেটের রোগে, কষ্টে বারবার।
 গ্রামগুলিতেও থাকছে না আর সবুজ গাছপালা,
 গাছ কেটেই তো তৈরি হচ্ছে শহুরে বহুতলা।
আজকালকার ছেলেমেয়েদের খেলা কেবল ফোনে,
 বাবা-মায়ের কথাগুলো নেয় না আর কানে।
আজকে এসো, শপথ করি বাঁচাতে পৃথিবীকে—
 আমরা ছাড়া আর কে আছে জীবন দিতে মাকে!

🍂


 আমার দেশ

এই মাটি আমার মা,
 এই আকাশ আমার ছাদ,
 এই নদীর স্রোতে ভেসে
 বয়ে যাওয়াই সাধ।
প্রতিটি দিনের রঙিন ভোরে
 শপথ নিই সমবেত সুরে ও স্বরে।
 আমার প্রকৃতি, আমার দেশের জন্য
 সদাশয় থাকি যেন, জন্ম-সৌজন্য।
যারা আমাদের দেখান পথের আলো,
 তাদের ত্যাগ না যেন ভোলে জাতি।
 আমার দেশের প্রতিটি ধুলোবালি
 কৃতজ্ঞতায় আমরণ থাক নতি।


মা 

মা কথাটার আসল মানে কেউ কী তোমরা জানো?
 না জানো তো বলছি—শোনো, শোনো!
মা মানে এক পৃথিবী, বুকজোড়া যার অতল ভালোবাসা,
 যাকে খানিক জড়িয়ে ধরলে জীবন আগলে বসা।
 মা মানে তো পরম স্নেহের আকুল দুকূল বন্যা,
 এবং তার প্রাণের প্রিয় আদুরে পুত্র-কন্যা।
মা মানে এক বিশাল ভুবন,
 যাকে ঘিরেই বয়ে চলে সন্তানদের জীবন।
 মায়ের কথা বলতে গেলে হাজার ফুল ফোটে,
 কলমে কালি শেষ হলেও শেষ হয় না মোটে।

Post a Comment

4 Comments

  1. ভাস্কর সেনSeptember 16, 2025

    বর্ষা পাল এর মধ্যে এক 'প্রমিজিং' কবিকে পেলাম।

    ReplyDelete
    Replies
    1. মাত্রই তের বছরের বালিকা। আশীর্বাদ করবেন ওকে। ধন্যবাদ

      Delete
  2. kobir bhabna o bhab khub sundor. tobe bhasha o chhander dike chokh dite hobe. je kono baro kobir lekhatei chhando thake, kakhano pratIyaman, kakhono lukiye, sei chhando kane na bajle kobita sei uccho soudhe pouchhote pare na. promising, tai ato katha likhlam. shubheccha.
    Basudeb

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওর তো ফেসবুক অ্যাকাউন্ট নেই, আমার মাধ্যমে বর্ষা আপনাকে প্রণাম ও ধন্যবাদ জানাচ্ছে।

      Delete