জ্বলদর্চি

রাখহরি পাল-এর কবিতা

রাখহরি পাল-এর কবিতা 

স্তাবকতা 

সৌজন্যের কাছে বার বার পরাজয় 
তবুও শিক্ষা হয়নি যারা ছায়া অনুগত
অহেতুক নাকউঁচু উন্নাসিকতাগুলি
দূরত্ব বাড়িয়েছে পার্বত্য শৃঙ্গের মতো।

এপাশে ঊষর মরু ওপাশে প্লাবন
এখানে শীতল চন্দ্রমা অপচয় খালি
ওপাশে মিঠে রোদ মেঘের ফাঁকে
উড়ে যায় পরিযায়ী কবিতার ডালি।

লজ্জাপাতা এককোণে পরিসর পেলে
বেড়ে উঠে স্পর্শ হিম জীবনের দাম
ছুঁয়ে দিলে অন্তরের আনন্দ শিহরণ 
মুড়ে রাখে পাতাগুলি লজ্জাবতী খাম।

🍂


ডেলি জার্নি


শরীরের ক্লান্তি কি চায় রাত্রির গভীর নিঃশ্বাস
রৌদ্র-দগ্ধ প্রান্তিক অশ্বত্থের নিরালম্ব ছায়া
নাকি, মাটি মুখ জীবনের ঘরকুনো মায়া 
আঙিনার আলিঙ্গন ছুঁয়ে মুগ্ধ রাত্রিবাস? 

ফেরা তাই অনিবার্য, দিন শেষে চঞ্চল পালক
ক্লান্তি বোঝে না রুমালে মুছে ক্লেদাক্ত সময়
পাখনায় শিশির মেখে স্বপ্ন-ডুব আশ্চর্য প্রণয়
দুয়ার-খোলা মধ্যবিত্ত জননীজায়া উদ্বিগ্ন বালক।

ক্লান্ত হয়ে ক্লান্তি মোছে সুরভিত রাত্রি বাসর
জোনাকির বৃন্দনাচ কুঞ্জ ঘিরে উত্তাল  উদ্দাম 
সেই ভাল, ছুঁয়ে থাক পাশাপাশি পথিক বিশ্রাম 
সেই ভাল, শ্বাস-প্রশ্বাস জুড়ে থাক মায়ার আসর।

Post a Comment

0 Comments