ভালো আছি সুশোভন
যদি একবার কখনও মনে হয়, ফিরে আসতে ইচ্ছে করে
এই হিংসাদীর্ণ বিভীষিকাময় পৃথিবীতে---
তবে সুড়ঙ্গের আঁধারে এসো আলোকবিহীন
প্রকাশিত করো না তোমার প্রেম প্রজ্ঞা চিরন্তন বোধ
বরং সেই কাঁটার মুকুট আর রক্তাক্ত গোলাপ হোক প্রতীক
ব্রহ্মলোক আন্দোলিত হয় না শিশুর মৃত্যুতে আজ
সবাই নিবিড় ছায়ার তলে নিজস্ব উদযাপন
সেই তো কথা বলে যার কথা বলা একদম সাজে না
যে বুক সকাল সন্ধ্যা ব্যথা নিয়ে বাজায় দুখোসঙ্গীত
তার কণ্ঠ নির্বাক মৃতদের মতন
পৃথিবীর দেশে দেশে মেয়েরা শূন্য হয়ে যাবে
শূন্য হয়ে গেছে বুঝি যাবতীয় সুশাসন
গণতন্ত্র উপহার দিয়েছে গোলার্ধের ই- মিডিয়া সন্ত্রাস
🍂
ম্যাজিক আওয়ার্স
ম্যাজিক আওয়ার্সে রাঙিয়ে উঠছে আকাশ
বিষাদ, চেতনা, আনন্দরচনা আর গভীর বেদনা...
শব্দ কিংবা রঙ আদতে উভয়েই ভাষান্তর
কোলাহল থেকে পৃথিবীর নির্জন মুহূর্ত
গালিবের সুরাপাত্রে মদ ও মদিরা
চোখের কোণে রঙ আর ঠোঁটের পিয়াসী বোল
শব্দে শব্দে ছড়িয়ে পড়ে ব্রহ্ম
পাখির গান আছে শিস আছে কণ্ঠ সুরেলা
অপার সৌন্দর্যে পাখনা মেলে পৃথিবীর অসীম আকাশে
আমরা শিকারী মানুষ ওদের পরিযায়ী বলি
ওদের উড্ডীন পাখনা বলে ভূ- গোলক পর্যটনে
পাখিদের দেশ নেই পৃথিবীতে আছে তার কিছু
নিজেদের ভালো লাগবার স্থান...
একটা বেতোঘোড়া একবার হেসে কসাইখানায় যায়
গ্রহবাসী মানুষেরা সহস্রবার জবাই হতে হতে
0 Comments