জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /কমলিকা ভট্টাচার্য

গুচ্ছ কবিতা 

কমলিকা ভট্টাচার্য

ছন্দে বাঁধা কবিতা

তোমার কবিতার লাইনগুলো আর শুধু শব্দ নয়
ওগুলো এক নরম স্পর্শ,
এক উষ্ণ নিঃশ্বাস,
এক অনন্ত ভালো লাগা,
যা আমি বুকে বয়ে বেড়াই।

কখনও মনে হয়,
এ ভালোবাসার কোমল চাহিদায়
আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছি,
যেন প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছে
তোমার সেই মৃদু ছোঁয়া পাওয়া।

এই অভ্যাস এক একদিন ভয় জাগায়ও
যদি ছোঁয়া না পাই, তবে কি
শূন্যতা আমাকে গিলে খাবে?
তবুও আমি চাই,
কারণ এ অভ্যাস
আসলে আমার নতুন জন্ম।

তোমার ভাবনা আমার কাছে
প্রান্তরের উপর ভেসে চলা চাঁদের আলো,
সবুজের রাতের গোপন সংগীত,
কিংবা অদৃশ্য বাঁশির ডাক,
যার সুরে আমার নিদ্রাহীন রাতও
ঘুমিয়ে পড়ে।
তোমার সাথেই এই পৃথিবী সুন্দর
আর তুমিই আমার ছন্দে বাঁধা কবিতা।

🍂


হঠাৎ কড়া নাড়া 

ভেবেছিলাম হঠাৎ কড়া নাড়বে,
সারাদিন সময়ের মুখের দিকে তাকিয়ে থাকি।
সেই কবে থেকে উপহারটা রাখা,
টুকরো চিন্তারই ভরসা
তোমাতেই মজিয়ে রাখে আমায়।

আলোর মধ্যে তোমায় দেখেই
মুঠো মুঠো খুশির ফুল ছুঁড়ে দিই।
আনন্দের উপমা খুঁজে পাই না—
যা মনটাকে ঠিক ঠিক মেলে ধরবে।

ভালো লাগার গন্ধ মুড়ে
আমার কুঁকড়ানো শরীর তোমায় খুঁজে পায়।
তুমি বল—আমার কাছে ভালোবাসা শিখবে,
কি বলব বুঝে পাই না—
ভালোবাসার সমার্থক যে তুমি নিজেই
কড়া নাড়া খালি চাওয়ার টুকরো
অলংকরণ
অপেক্ষার সৌন্দর্য যে আর ধরে না মনে ...


নজর

তোমার এলোমেলো চুল,
আমার এলোমেলো ভুল—
হঠাৎ দায়িত্বরত আমি
এক পথভোলা নাবিক,
কম্পাসে তুমি,
লাইটহাউসের আলো তুমি।

নোঙরে ক্ষণিকের মন,
তন্নতন্ন খুঁজে পাওয়া
ঝিনুকের গভীরে লুকনো মুক্তো।

তোমার ঐ চুম্বকী দৃষ্টি
আমায় টানে—
এক লহমায় তোমার মুখের
প্রশান্তিতে ডুবে যাই আমি।

তোমার ভাবনার ঘরে
কি আমার গৃহপ্রবেশ?
আমার ভাবনা আর তোমার ভাবনা
কি তবে নিবিড় আলিঙ্গনে?

আমি ফিরে যাই পোশাকে,
মুহূর্তে হারিয়ে-যাওয়া আমিটাকে—
তুমি কি সাজিয়ে রাখবে
তোমার ঘরের এক কোণে?

জানি—
আমি চিরকাল অনুত্তর থেকে যাব,
একটি মুহূর্তের নজরকে
ভালোবেসে।


অচেনা অনুভূতির দেশ

তোমার ভালোবাসার কবিতা 
এ আমায় 
অচেনা কোন  অনুভতির দেশে নিয়ে চলেছে?
যেখানে বাতাসও কোমল,
শব্দগুলো বুকের ভেতর
ফুলের পাপড়ির মতো থিতিয়ে বসে।

এরকম অনুভূতি কোনোদিন পাইনি আগে
যেন হৃদয়ের তুলোর আস্তরণে
রাখা এক অমূল্য রত্ন,
যার দীপ্তিতে এক মায়ার 
আলোর উত্তাপ কিন্তু চাওয়া পাওয়ার ঝলসানো তেজ নেই।

এ অনুভূতি ঠিক সিল্কের মতো—
আমার মনমাঠের উপর দিয়ে মসৃণভাবে বয়ে যায়,
মুছে দেয় সময়ের সব দাগ।
ঠিক যেমন চকলেট মুখে গলে যায়,
থেকে যায় এক দীর্ঘ মিষ্টি স্বাদ,
যা অনুভবের নীরবতাতেও থেকে যায়।

বন্ধ চোখে শুধু দীর্ঘশ্বাস টেনে আমি তোমাকে ভিতরে ভরে নিই
আর আমি পূর্ণ হতে থাকি ...
পূর্ণ হতে থাকি ...
পূর্ণ হতে থাকি ...

Post a Comment

6 Comments

  1. গুচ্ছ কবিতা পড়লাম। মন ছুঁয়ে গেলো..

    ReplyDelete
    Replies
    1. Kamalika BhattacharyaOctober 27, 2025

      ধন্যবাদ,ভালো থাকবেন।প্রণাম নেবেন।

      Delete
  2. গুচ্ছ কবিতা পড়লাম ভালো লাগলো। তবে আমি তুমি কমিয়ে রাখলে কবিতার বাঁধন আরও টাইট হত। এটা আমার কাছে মনে হয়েছে।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ,আপনার সাজেশন পেয়ে খুব ভালো লাগলো, নিশ্চয়ই এই বিষয়ে লেখার সময় খেয়াল রাখব।
      প্রণাম নেবেন।

      Delete
  3. ভাস্কর সেনOctober 27, 2025

    কমলিকা-র রোমান্টিক কবিতায় প্রেম ও নৈবেদ্য সমানভাবে বিদ্যমান। তাই তাঁর কবিতাগুলো পড়তে এত ভালো লাগে!

    ReplyDelete
    Replies
    1. Kamalika BhattacharyaOctober 27, 2025

      ধন্যবাদ,প্রনাম নেবেন।

      Delete