জ্বলদর্চি

বিশ্বেশ্বর চক্রবর্তী-র কবিতা


বিশ্বেশ্বর চক্রবর্তী-র কবিতা 

প্রতিজ্ঞা

তোমার প্রতিজ্ঞাকে দৃঢ় করে ধরে রাখতে হবে 
যা তুমি ভালোভাবে করতে চাও। তাতে যদি তোমাকে কেউ পাগল বা বাতিকগ্রস্থ বলে তো বলুক। আবার কেউ যদি তোমার প্রশংসাও করে তাহলেও বেশি গলে যেও না; তখনও কিন্তু হাল ছেড়ো না— যখন তুমি তোমার নিজের কাছেই হেরে যাও—
কারণ দিনের শেষে তুমিই তোমার বল।

🍂


ছদ্মবেশ

রাতের শেষে
পোশাক ছাড়ার সাথে সাথে আমি ঝেড়ে ফেলি আমার ক্লান্তি, আমার মুখোশ, আমার বাইরের রূপ
নিজের কাছে মেলে ধরি আবরণহীন শরীর
লঙ্ঘন করি সমস্ত বেড়াজাল—
এক এক করে বেরিয়ে আসেন আমার সারাদিনের মিথ্যেগুলো —
সঙ্কীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হতে হতে ভেবে নিতে থাকি
আবার আগামী দিনের ছদ্মবেশ।

Post a Comment

0 Comments