কাবন্ধির ঘোড়া
'যাও বাছা, তোমার হকের অন্ন ঘরে নিয়ে এসো।
তুমি তো বুদ্ধিমান, বেদজ্ঞ ও মীমাংসা পড়েছ
তুমি কেন ঘরে বসে থাকবে? যারা সুবিপুল যজ্ঞ করে প্রচুর দক্ষিণা দেয় — দই দুধ পুরোডাশ মধু সর্পি দেয় —
তারা কি এমনি এমনি অন্নবান, ধনী?
তারা যে মঞ্চ বাঁধে, সরকারি কোষাগার থেকে ঘুর পথে অর্থ নিয়ে নেয় কিংবা নির্বাচনী বণ্ড বিক্রি করে
ভাণ্ডার ভরে নেয় — সে সব অর্থরাশি ট্যাক্স নামে
আমাদেরই দেওয়া।
তুমি যোগ্য বলে তাই তোমার প্রাপ্য বুঝে নেবে।
না হলে এ সংসার চলবে কী করে? আমরা বাঁচব কী ভাবে?
একটা ঘোড়া আনো বাছা কাবন্ধি, এক্ষুনি যাও
রাজা যে বিশাল যজ্ঞ করছেন, সেইখানে—
‘অন্ন ব্রহ্ম, অন্ন নিয়ে এসো।'
কবন্ধের পুত্র সেই কাবন্ধি মায়ের কথা শুনেছিল কিনা প্রাপ্য তার পেয়েছিল কিনা গোপথব্রাহ্মণে লেখা নেই।
আমরা শুনছি সেই ঘোড়ার ক্ষুরের শব্দ, অন্ধকার ধুলো উড়ে আসছে। বছর গিয়েছে ঘুরে আড়াইহাজার
লক্ষ লক্ষ কাবন্ধিরা রাজপথে লুটিয়ে পড়ছে আজও যোগ্যদের অন্ন চাই, কাজের সুযোগ চাই বলে—
তাদের নিশ্বাসে আজ ড্রাগনের বিষবাষ্প, বুকের গভীরে বিশ্বাসহীনতার ক্ষত
তারা অনশনে থেকে কালচক্রে আজও ধাবমান কাবন্ধির ঘোড়াটার মত।
🍂
0 Comments