জ্বলদর্চি

নিউজিল্যান্ডের নর্থ আয়লানড এর নানা শহরে বেড়ানোর গল্প -১/ কথাকলি সেনগুপ্ত

নিউজিল্যান্ডের নর্থ আয়লানড এর নানা শহরে বেড়ানোর গল্প -১

কথাকলি সেনগুপ্ত 

 দীর্ঘ তেইশ বছর নিউজিল্যান্ডে রয়েছি, কিন্তু এই প্রথম আমার এর নর্থ আয়লানড ভ্রমণ করার সুযোগ হয়েছে। গত বাইশে নভেম্বর রাতেই ক্রাইস্টচার্চ থেকে প্লেনে করে অকলানড এসে পৌঁছেছি। আর তেইশের সকালে ভাড়া গাড়ি করে হামিলটন আর কেমব্রিজ এই দুটি শহর বেড়াতে চলে গিয়েছিলাম। 

সবুজের সৌন্দর্য পথে অসাধারণ ছিল। দুটি ই ছোটখাট শহর, কিন্তু নানা কারণে দেশ ও বিদেশের প্রচুর পর্যটক আসেন। বিশেষ করে খেলা - পাগল আর বেড়ানো পাগল যাঁরা।

কেমব্রিজ তো দু দুটি কারণে বিখ্যাত  - এক হোল এর ভেলোড্রোম, যাতে indoor cycling তথা সাইকেলের নানা খেলা যেমন keirron, omnium, scratch race time trial ইত্যাদির আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা চলে। আর অপরটি হোল জল সংক্রান্ত;  জলের নানা ধরনের বাইচ খেলার মত, সেটি লেক কারাপিরো তে। 

আমরা সিঙ্গল স্কাল, ডাবল স্কাল 
দুই জনের নৌকো চালানো, পাল তোলা নৌকোর নানা অভ্যাস চলতে দেখে ছিলাম।

 নিউজিল্যান্ড তো এর আগের অলিম্পিকে রোয়িং আর ঐ সব বিভাগে অনেক সোনা রুপোর পদক জিতে এনেছিল, তাই সেসব খেলার পীঠ স্থান টিকে নিজের চোখে দেখতে পেয়ে ভারি ভাল লেগেছে।

🍂

 ছবি ও পাঠিয়েছি, দিয়ে যথাসাধ্য লিখে দিলাম। মনে হয় আমার ভ্রমণ প্রেমিক আর প্রকৃতি প্রেমিক বন্ধুদের ভাল লাগবে।

বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇


Post a Comment

0 Comments