নিউজিল্যান্ডের নর্থ আয়লানডের ওয়েলিংটনকে কেন্দ্র করে বেড়ানোর গল্প - ৪
কথাকলি সেনগুপ্ত
নিউজিল্যান্ডের নর্থ আয়লানডে বেড়াতে বেড়াতে আমরা জায়গা পরিবর্তন করে নিয়ে ওয়েলিংটন শহরের বুকে এখন। প্লেনে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের যাত্রা অকল্যান্ড থেকে, কিন্তু একেবারেই সমুদ্রের গা ঘেঁষে এর এয়ারপোর্ট টি। তাই প্লেন যখন মাটি ছুঁতে ওপর থেকে নীচের দিকে আসে, মনে হয় জলে যেন তার চাকা এই লাগল, লেগে ই গেছে বোধ হয়। রোমাঞ্চকর অভিজ্ঞতা বটে! তায় আবার প্রায় সব সময়েই ভীষণ জোর হাওয়ার জন্য এই শহরের নাম হোল 'উইন্ডি (windy)' ওয়েলিংটন! সেই সঙ্গে দোসর হিসেবে আবার বছরে শতকরা নব্বই ভাগ দিনেই বৃষ্টি ও তার সঙ্গী হয়ে আসে! দেখা যাক, আমাদের কেমন আর কোথায় বেড়ানো হয়! সেসব গল্প এক এক করে করছি।
নিউজিল্যান্ডের নর্থ আয়লানডের আপার হাট আর লোয়ার হাট এতে বেড়ানোর গল্প:
আঠাশে নভেম্বর, দুহাজার পঁচিশ। আজ আমরা ওয়েলিংটন শহরের থেকে উত্তরের দিকের দু দুটি ছোট ছোট শহরের দিকে চলেছি। পথ ছিল সুমসৃণ, আর পথের ধারের শোভা ছিল মনো মুগ্ধকর। হাট নদীর পাশ দিয়ে অনেকটা সময় চলেছি। নানা দর্শনীয় জায়গার মধ্যে বেলমনট পার্ক হারকোর্ট পার্ক আর কাইটোকে পার্ক ভারি ভাল লেগেছে। তা শুধুমাত্র প্রাকৃতিক শোভার জন্য ই নয়! বেলমনট পার্ক টিতে নামলাম যখন গাড়ি থেকে, বেশ রোদ ছিল।
🍂
এদিক ওদিক ঘুরে দেখছি, এমন সময় কাউন্সিলের দেয়া নোটিস বোর্ডের দিকে লক্ষ্য পড়ল। দেখলাম - এক নয়, একেবারেই তিন তিনটি সতর্ক বার্তা দিয়ে রাখা আছে। সেগুলো হোল :
2) সুন্দর দেখতে লাগলে ও জলের ধারা গুলোতে toxic algae রয়েছে, তাই পা যেন মোটেই না তাতে ডোবানোর চেষ্টা করা হয়, আর
3) বেইট (bait) নানা জায়গাতে দিয়ে রাখা আছে। Stoat Possum আদি predator দের হাত থেকে নেটিভ পাখি এদের বাঁচানোর জন্য। তাই কোনও মৃত প্রাণী দেখলে যেন 'ডক' তথা ডিপার্টমেন্ট অব কনজারভেশন এতে খবর পাঠানো হয়, কিন্তু নিজে থেকে সেসব ছোঁবার প্রচেষ্টার থেকে যেন বিরত থাকা হয়!
এরকম এর আগে তত কোথাও নজরে আসে নি। তাই বেশ অবাক হয়েছিলাম বটে। যদিও হাওয়ার বিষয়ের সেই সতর্ক বার্তা টি যে কতটা যুক্তিযুক্ত, তা আমাদের কে খানিক পরেই অনুভব করতে হয়েছিল। আর সেটা খুব যে প্রীতিপ্রদ অভিজ্ঞতা ছিল না, তাইতে কোনও সন্দেহ নেই।
এর পরেরটি, অর্থাত হারকোর্ট পার্ক এতে নিজের চোখে এদিককার কুখ্যাত 'ওয়েলিংটন fault line' দেখতে পাওয়া গেল। এ জিনিষ পৃথিবীর একটি বিরল অভিজ্ঞতা বটে। কোনও দিন ভুলবেন না!
হাট (Hutt) নদীটি খুবই খরস্রোতা বলে মনে হল। তার সামনেই ঘন বনে ঢাকা রেমুটাকা পাহাড়ের শোভা ও ভারি সুন্দর ছিল।
বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇
0 Comments