জ্বলদর্চি

নিউজিল্যান্ডের নর্থ আয়লানডে নানা শহরে বেড়ানোর গল্প - ২ /কথাকলি সেনগুপ্ত



নিউজিল্যান্ডের নর্থ আয়লানডে নানা শহরে বেড়ানোর গল্প - ২ 

কথাকলি সেনগুপ্ত 

টেমস আর করমণ্ডল 

আজ এই দেশটির নর্থ আয়লানড এর আরও দুটি শহর টেমস (Thames) আর করমণ্ডল (Cormandel) ঘোরার গল্প করছি।

সুপ্রভাত জানাই সব বন্ধুদের কে। গতকাল হামিলটন আর কেমব্রিজ ঘুরে আসার বিষয়ে বলেছিলাম। আজ আবার অন্য দুটি শহর বেড়িয়ে এই সব ফিরে এসেছি। তা অকলাণড থেকে আজ সকালে টেমস হয়ে করমণ্ডল ঘুরতে চলে গিয়েছিলাম। যাতায়াত মিলিয়ে 332 কিমি মতন দূরত্বের পাড়ি, কম কথা নয়, তাই না? গতকাল ও 352 কিমি দূরত্ব ভ্রমণ করা হয়েছিল। ভাবতেই অবাক লাগে - এত টা পথ কী করে এক এক দিনে মানুষ ঘুরে নিতে পারে? 
আসলে এদিককার এক্সপ্রেস ওয়ে মোটর ওয়ে গুলো এত উঁচু মানের আর পথঘাট ও এতটাই ভালো, যে শরীরে ধকল বোধ টাই কম বোধ হয়ে থাকে। গতকাল এদিককার সবচেয়ে বড় আর গভীর নদী ওয়াইকাটো'র পাশ দিয়ে গেছি। আর আজ আরও একটি নদী ওয়াইওয়ার পাশ দিয়ে। তার একটু পরেই ঘন বনের ঢাকা পাহাড়ী পথ চলে এল। তারপর এল অসাধারণ সুন্দর সেই করমণ্ডল কোস্ট। 
🍂


সত্যিই বলছি - এই ই নাম তার। নীচে ছবিগুলোর দিয়েছি, আপনারা ই বলবেন কেমন লেগেছে। প্রশান্ত মহাসাগর এর একেবারে কোল ঘেঁষে সেই যাত্রা, পাহাড়ের গায়ে সব চাইতে বেশি যে সুবিশাল গাছটি নজরে আসে, সেটি হোল লাল ফুলে ছেয়ে যাওয়া পহুটিকাওয়া, তথা কিউই খ্রিস্টমাস ট্রি। আর সবুজের সমারোহ চারিদিকে।

একবার তো মজার ব্যাপার হয়েছে, কাছের থেকে ঐ লাল রঙের ফুল গুলোর ছবি নিচ্ছি, এমন সময় হঠাৎই একটি টুই (Tui) পাখি অবাক হয়ে গলা বাড়িয়ে বসল! সে মধু খেতে ব্যাস্ত ছিল ঐ ফুলের ই মাঝে। ভাবতেই পারা যায় না।
বাড়িতে বসেই সংগ্রহ করতে পারেন 👇


Post a Comment

0 Comments